জমে উঠেছে ভোটের লড়াই। এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। প্রচারে কেউ বিন্দুমাত্র ফাঁক রাখতে চাইছে না। তাই তো প্রার🐓্থী তালিকা ঘোষণা হতেই তৃণমূল, বিজেপি, সিপিআইএম সহ সকল দলই প্রচার শুরু করে দিয়েছে। তবে এদিন ঘটল এক অন্যরকম ঘটনা। যাদবপুরে মুখোমুখি হলেন সৃজন ভট্টাচার্য এবং🐼 সায়নী ঘোষ।
মুখোমুখি সৃজন এবং সায়নী
দেশ তথা রাজ্যে অনেক সময়ই দেখা যায় নেতা মন্ত্রীরা 💞অন্য দলের নেতা বা মন্ত্রীদের না কুৎসা রটাচ্ছেন। কিন্তু এদিন ঘটে গেল একেবারে অন্য রকম একটি ঘটনা। এবারের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছেন সায়নী ঘোষ। অন্যদিকে সিপিআইএমের থেকে টিকিট পেয়েছেন সৃজন ভট্টাচার্য। দুজনেই ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন। এদিন তেমন ভাবেই প্রচারে বেরিয়েছিলেন দুজনে আর তখনই মুখোমুখি দেখা হল তাঁদের। না কেউই মুখ ঘুরিয়ে চলে যাননি। বরং সৌজন্য বিনিময় সারলেন। কথা বললেন একে অন্যের সঙ্গে। তারপর 🌳ফের যে যার মতো প্রচারে ব্যস্ত হয়ে পড়েন।
আরও পড়ুন: বিরতির অবসান! আবারও ফ💝িরছেন সুদ🔯ীপা চট্টোপাধ্যায়, এবার কি তবে রান্নাঘর ২?
তাঁদের এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই সেটা ভাইরাল হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন তাতে। এক ব্যক্তি লেখেন, 'সারা রাজ্য তথা দেশে এই সৌজন্যতা বজায় রাখা🎃টা খুবই জরুরি।' আরেকজন লেখেন, 'এভাবেই প্রত্যেকের প্রচার করা উচিত। শেখ༒ার মতো।'
সৃজন সায়নীকে নিয়ে কী জানিয়েছেন?
জনের উদ্দেশ্যে সায়নী একটি সাক্ষাৎকারে বলেছেন, 'সৃজনে অনেক শুভেচ্ছা। কিন্তু আমার এই লড়াই কেবল সৃজন বা অনির্বাণ (অনির্বাণ গঙ্গোপাধ্যায়) বাবুর বিরুদ্ধে না। লড়াই বিজেপির বিরুদ্ধে। বহিরাগত👍 শক্তির বিরুদ্ধে আমার এই লড়াই।'
আরও পড়ুন: '⛄ভালোবাসায় ভরে উঠুক জীবন...' কাজল-শিল্পা-সোনম সহ কোন বলি তারকারꦉা আদরের রানিকে জন্মদিনের শুভেচ্ছা পাঠালেন?
সায়নীর এই বক্তব্যের উত্তরে সৃজন বলেছেন, 'ওঁকে আমার শুভেচ্ছা। আমি ওঁর অভিনয় দেখেছি। ভালো লেগেছে। উনি ভালো থাকুন।' একই সঙ্গে তিনি জান♐িয়েছেন, 'কাস্তে হাতুড়ি তারা লড়াই করছে। আমি লড়ছি না। তাই আমার উল্টোদিকে কে সেটা নিয়ে আমার কোনও কিছু বলার নেই। কিন্তু তৃণম𓆉ূল কংগ্রেস কী কী গোলমাল করেছে সেটাই তুলে ধরব আমরা।' প্রসঙ্গত সৃজন ভট্টাচার্য এই প্রথমবার লোকসভা নির্বাচন লড়লেও তিনি এর আগে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন। কিন্তু সিঙ্গুর থেকে জিততে পারেননি তিনি। তবে এবারের লোকসভা নির্বাচন নিয়ে আশাবাদী তিনি।