বাংলা সিনেমায় অভিনব চমক নিয়ে আসতে চলেছেন পরিচালক স☂ৃজিত মুখোপাধ্যায়। নিজের পরের সিনেমা পদাতিক-এ ব্যবহার করতে চলেছেন AI প্রযুক্তি, তাও আবার ডাবিং-এর কাজে। মৃণাল সেনের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তি পেতে চলেছে এই সিনেমাষ। কালজয়ী পরিচালককে শ্রদ্ধার্ঘ্য জানাতে ছবিটি বানিয়েছেন সৃজিত। এখানে মৃণালের চরিত্রে এখানে দেখা যাবে বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীকে। আর এই ছবিতেই জিতু কমল থাকছেন সত্যজিতের চরিত্রে।
এর আগেও অনীক দত্তের অপরাজিত ছবিতে দেখা ꦇগিয়েছে জিতুকে সত্যজিৎ রায় হিসেবে। তবে এবার সৃজিতের হাত ধরে আসছে নতুন চমক। তথাকথিতভাবে ডাবিং না করে, সৃজিত ব্য✅বহার করছেন AI টুল। যাতে সত্যজিৎ রায়ের কণ্ঠের নমুনা দিয়ে করা হয়েছে এই কাজটি। বর্তমানে আর্টিফিসিয়াল ইনট্যালিজেন্স নিয়ে যে ধরনের কাজ হচ্ছে, তাতে নিসন্দেহে সৃজিতের এই পদক্ষেপ বড় বদল আনবে বাংলা সিনেমার কাজে।
আরও পড়ুন: ডন ৩-এ শাহরুখকে আগেই সরিয়েছেন রণবীর সিং! ফারহানের সিনেমার শ্যুꦐটিং শুরু ক♉বে
দিনকয়েক আগেই সংগীত পরিচালক এআর রহমান রজনীকান্তের সিনেমায় ব্যবহার করেছিলেন প্রয়াত গায়ক বাম্বা ব্যাঙ্ক্যা এবং শাহুল হামিদের কণ্ঠ। যা ফেলে দিয়েছিল হইচই। আর তারꦑপর খোদ সত্যিজিতের গলা ফিরিয়ে আনার যে উদ্যোগ নিলেন সৃজিত, তা নিসন্দেহে প্রশংসার দাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚবি রাখে।
আরও পড়ুন: নেটিজেনদের নিশানাဣয় ইমন, ট্রোলারদের তুলোধনা করে কেন বললেন, ‘আমি গভীর জলের ফিশ’