টলিউডের পয়লা সারির পরিচাল🐟কদের মধ্যে নাম আসে সৃজিত মুখোপাধ্যায়ের। বরাবরই তাঁর সিনেমা নিয়ে উৎসাহ তুঙ্গে থাকে বাংলার দর্শকরে। আপাতত হলে রমরমিয়ে চলছে সত্যি বলে সত্যি কিছু নেই। তারই মাঝে পরের প্রোজেক্টগুলিরও ঘোষণা করে ফেলেছেন তিনি। যার মধ✱্যে রয়েছে কিলবিল সোসাইটি, উইঙ্কল টুইঙ্কল, লহ গৌরাঙ্গ নাম রে।
তবে শনিবার একটি মন ভালো করা খবর শেয়ার করলেন পরিচালকমশাই। জানালেন, তাঁর পরের ছবিতে কাজ করবেন জনপ্রিয় বাঙালি গায়ক, যার গানে নেচে বিখ্যাত হয়♔েছেন শাহরুখ-সলমনরা, সেই অভিজ🃏িৎ ভট্টাচার্য।
সৃজিত অভিজিৎ ভট্টাচার্য, মিউজিক ডিরেক্টর রণজয় ভট্টাচার্যের সঙ্গে ছবি শেয়🍬ার করে লিখলেন, ‘নয়ের দশকে শানু-উদিত-অভিজিৎ ত্রয়ীর মধ্যে সবসময়ই আমার প্রিয় ছিলেন অভিজিৎ। ম্যায় কোয়ি অ্যায়সা গীত গাউ, চাঁদ তারে, তবা তুমহারে, চলতে চলতে, ওয়াদা রাহা সনম.. তালিকাটি অন্তহীন। গানগুলি স্মৃতির বাক্স খুলে দেয়। প্রথমবার তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত।’ তবে ঠিক কোন প্রোজেক্টের কাজ করলেন তাঁরা, তা স্পষ্ট করেননি কোথাও।
‘প্রেমে পড়া বারণ’ দিয়ে রীতিমতো শ্রোতা মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন 🧸রণজয়। তিনি সৃজিতের সঙ্গে কাজ করেছেন পুজো রিলিজ টেক্কা-তেও। তবে এই গান, যা অভিজিৎ গাইবেন, তা উইঙ্কল টুইঙ্কলে থাকার সম্ভাবনাই বেশি। কারণ সেটির শ্যুটিং নিয়েই বর্তমানে ব্যস্ত পরিচালক।
আরও পড়ুন: সোহেলকে আদুরে নামে ডাকল তিয়াসা! ডিভোর্সি ‘প্রেমিকা’কে নিয়ে কী অভি🅰যোগ মিত🍌্তির বাড়ি অভিনেতার
ব্রাত্য বসুর লেখা নাটক ‘উইঙ্কল টুইঙ্কল’কে সিনেমার পর্দায় আনছেন সৃজিত। মূল নাটকে বাবা-ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন দেবশঙ্কর হালদার এবং রজতাভ দত্ত। ছবিতে এই দুই চরিত্রে রয়েছেন ꦆঋত্বিক চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়। তবে꧂ আছেন দেবেশঙ্কর ও রজতাভও দুটি বিশেষ চরিত্রে। দেখা মিলবে অভিনেত্রী অনসূয়া মজুমদার, অঙ্গনা রায়দের। আপাতত এই সিনেমা নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। একটি কালজয়ী নাটকের, রুপোলি পর্দার উপস্থাপন পরিচালক ঠিক কীভাবে করবেন, তা নিয়েই আসলে বেশি উন্মাদনা। আর যদি থাকে অভিজিৎ ভট্টাচার্যের গলায় একটি গান, তাহলে তো পোয়াবারো। এমনিতেই, সৃজিতের ছবিতে গানের আলাদা ভূমিকা থাকে। এবার গোটা ব্যাপারট ঠিক কী, জানতে আরেকটু অপেক্ষা করতেই হবে।