ಌ ২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের ৪৪ তম মৃত্যুবার্ষিকীতে এবারের মহানায়ক সম্মান প্রাপকদের নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই জানা গিয়েছে শুভাশিস মুখোপাধ্যায়ও এবার এই সম্মান পেয়েছেন। আর এই পুরস্কার পেয়েই তাঁর অনুভূতি কী সেটাই তিনি টিভি ৯ বাংলার সঙ্গে ভাগ করে নেন।
আরও পড়ুন: ಌ'যেন ভয় পায়...' সলমনের বাড়ির সামনে গুলি চালানোর আগে শুটারদের কী নির্দেশ দিয়েছিল আনমোল বিষ্ণোই?
মহানায়ক সম্মান পেয়ে কী জানালেন শুভাশিস?
🐼শুভাশিস মুখোপাধ্যায় এদিন এক সাক্ষাৎকারে জানান, 'ভীষণ ভালো লাগছে। মহানায়ক সম্মান পাওয়া আসলে একটা আলাদাই আবেগ। আমি সবসময় চেষ্টা করেছি মানুষকে আনন্দ দেওয়ার।' এদিন তাঁর সঙ্গে একই মঞ্চে একই সম্মান পান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। তাঁরা দুজনে একসময় একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন। ফলে এদিন তাঁদের একসঙ্গে পুরস্কার নেওয়ার অভিজ্ঞতাও যে বিশেষ সেটা বলার অপেক্ষা রাখে না। সেই প্রসঙ্গে শুভাশিস জানান, 'সত্যিই খুবই ভালো লাগল। আসলে দারুণ লাগল। একই মঞ্চে আমরা দুজনে পুরস্কার নিচ্ছি একসঙ্গে তাও মহানায়কের নামে এটা একটা আলাদা পাওনা। প্রসেনজিতের সঙ্গে আমার সম্পর্ক ব্যক্তিগত। কেরিয়ারে আমার পাশে যেভাবে দাঁড়িয়েছে ও, বা এখনও যেভাবে থাকে সেটা একটা বড় পাওনা। মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছি তাও আমার। আমি খুবই খুশি।'
💞প্রসঙ্গত এবারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, নচিকেতা চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র এই পুরস্কার পেয়েছেন। অন্যদিকে এদিন মহানায়ক সম্মানের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নাম খুঁজতে গিয়ে দেখি সবাইকে প্রায় সম্মান জানিয়ে দিয়েছিল। আর নামই খুঁজে পাইনি।'