বিয়ের ১ বছর চুটিয়ে উপভোগ করলেন অনিন🐈্দিতা রায়চৌধুরি আর সুদীপ সরকার। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আর সরস্বতী পুজোতে যখন জমিয়ে উদযাপন করল গোটা বাংলা, তখন অনিন্দিতা-সুদীপের বাড়িতে তখন অন্য আয়োজন। দু’জনেই ছোট পর্দার পরিচিত মুখ। বিয়ে করেছিলেন ২৬ জানুয়ারির মতো বিশেষ দিনে। যাতে ব্যস্ত শিডিউল থেকে এই দিনটায় একে-অপরের জন্য সময় বের করে নিতে পারেন।
মাঝরাতেই কেক কেটে হয় উদযাপন। মোমবাতি হাতে নিয়ে কেক সামনে রেখে ছবি শꦰেয়ার করে নেন সুদীপ। আর ক্যাপশনে লেখেন, ‘এভাবে কেটে যᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাক। শুভ প্রথম বেটার হাফ।’
তা ♛কী হল প্রথম দিনে? এক সংবাদমাধ্যমকে অনিন্দিতা জানিয়েছেন, ‘আমাদের পোষ্যর আচমকাই সুগার ধরা পড়েছে। তাই একটু চিন্ত🐷িত। শ্বশুরমশাইয়ের শরীরও ভালো নেই। তবে আমার মা-বাবা আসবেন। বিকেলে কাছের বন্ধুদেরও আসার কথা আছে। বাড়িতেই থাকব। মটন হবে। ব্যস!’ তা কী উপহার পেলেন প্রথম বছরে? জবাব এল সুদীপ বউকে উপহার হিসেবে দিয়েছেন হিরের গয়না। তিনি অবশ্য সুদীপকে এখনও সেভাবে কিছু দিয়ে উঠতে পারেননি।
দুজনেই পরপর কাজ করে চলেছেন বাংলা সিরিয়ালে। সুদীপকে🌺 বর্তমানে দেখা যাচ্ছে সদ্য শুরু হওয়া সিরিয়াল মেয়েবেলাতে। আর অনিন্দিতা মাসখানেক আগেই এন্ট্রি নিয়েছেন গুড্ডি ধারাবাহিকে। ব্যস্ত শিডিউলের মাঝেও একে-অপরের সঙ্গ সময় কাটান।
মাত্র পাঁচমাস প্রেমের পর গত বছর সই-সাবুদ করে বিয়ে করেছিলেন তাঁরা, কাছের বন্ধু ও দুই পরিবারের উপস্থিতিতে। ছিমছাম বাঙালি সাজে সেজেছিলেন। লাল রঙের বেনারসিতে কনে, সঙ্গে সাদা রঙের কনট্রাস্ট ব্লাউজ। সোনার গয়না, খোঁপায় ফুল। বউয়ের সঙ্🔜গে মানানসই ছিল সুদীপের সাজও। পঞ্জাবির উপরে ছিল অনিন্দিতার শাড়ির সঙ্গে ম্যাচিং জহরকোট।
‘চ্যাম্পিয়ন’, ‘তুমি আসবে বলে’,ඣ ‘কুসুমদোলা’, ‘কে আপন কে পর’-সহ একꦐাধিক ধারাবাহিকের পরিচিত মুখ সুদীপ। অন্যদিকে ‘গুড্ডি’-র আগে ‘ধুলোকণা’, ‘পটলকুমার গানওয়ালা’, ‘ভুতু’, ‘কে আপন কে পর’, ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘দেশের মাটি’ মতো হিট সিরিয়ালে কাজ করেছেন অনিন্দিতা।