২০০১-এ মুক্তি পেয়েছিল সানি দেওল ও আমিশা প্যাটেলের ছবি ‘গদর’। অনিল শর্মা পরিচালিত এই ছবি তৈরি দেশভাগের প্রেক্ষাপটে, যা ছিল সুপার হিট। এই ছবির জনপ্রিয়তার কথা মাথায় রেখে আজ ৯ জুন ফের মুক্♚তি পেয়েছে 'গদর', এদিকে আবার 'গদর-২'-শ্যুটিং করছেন সানি ও আমিশা🍒। আর এই ছবির শ্যুটিং ঘিরেই নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
ঠিক কী ঘটেছে?
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে সানি ও আমিশা প্যাটেলের গদর-২ ছবির একটি রোম্যান্টিক দৃশ্য। যেটার শ্যুটিং কিনা গুরুদোয়ারায় করা হয়েছে। গুরুদোয়ারার মধ্যে হাতে হাত রেখে হেঁটে বেড়াতে দেখা গিয়েছে সানি দেওল ও আমিশা প্যাটেলকে। আর সেই কারণেই চরম বিতর্কের মুখে পড়েছে সানি-আমিশার 'গদর-২'। ধর্মীয় স্থানে প্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন শিখদের ধর্মীয় সংগঠন SGPC ( শিরোমণি ܫগুরুদোয়ারা প্রবন্ধক কমিটি)। ঘটনায় সানি দেওল, আমিশা প্যাটেল ও ছবির পরিচালক অনিল শর্মার বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছে শিরোমণি গুরুদোয়ারা প্রবন্ধক কমিটি।
এখানেই শেষ নয় , বিতর্কের কারণ আরও রয়েছে। শিখ নন এমন কিছু অ𝓰ভিনেতাদের নিহাং শিখদের মতো পোশাক পরিয়ে ‘গাটকা’ প্রদর্শন করানো হয়েছে। SGPC-র আপত্তি রয়েছে ছবির শেষ অংশ নিয়েও। যেখানে সানির চরিত্রটি পাকিস্তান থেকে এসে আমিশা প্যাটেলের সঙ্গে মিলিত হন, সেটাও কিনা আবার গুরুদোয়ারার মধ্যে। আর তাতেই চটেছে শিখ সংগঠনগুলি। SGPC-র দাবি, এই বিতর্কিত দৃশ্যগুলি ছবি থেকে সম্পূর্ণ মুছে ফেলতে হবে। তাঁদের কথায়, গুরুদোয়ারায় শ্যুটিং করাই যেতে পারে, তবে সেটা মর্যাদা অক্ষুণ্ম রেখে।
আরও পড়ুন-‘চরিত্রে ঢুকতে পারেনি’, চুমু নিয়ে আদিপুরুষে🍷র ‘সীতা’ কৃতিকে তোপ ‘আদি-সীতা’র
আরও পড়ুন-একই মা✱সে দু'বার বিয়ের পিঁড়িতে মেয়ে! গোপন ক🌳থা ফাঁস করলেন বিক্রম ভাট