আগে থেকেই জানা ছিল ২৩ অগস্ট সন্ধ্যাবেলায় চাঁদের মাটি ছোঁবে ভারত। তবে নির্দিষ্ট সময়ের কিছু আগেই সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে নামে চন্দ্রযান ৩ -এর ল্যান্ডার বিক্রম। তার এই সফল অবতরণের পর গোটা দেশ উচ্ছ্বাসে ভেসে গিয়েছে। শুভেচ্ছা, অভিনন্দনে ভরিয়ে তোলা হয়েছে ইসরোকে। আর সেই আনন্দ উচ্ছ্বাস থেকে বাদ গেলেন না ম💯িমি চক্রবর্তী বা সানি লꦚিওনরা।
সানি লিওন এদিন গাড়িতে করে কোথাও যাওয়ার সময় গাড়িতে বসেই ইসরোর এই সাফল্য দেখেন। রাস্তায় থাকার কারণে তিনি মোটেই এই ঐতিহাসিক বা গর্বের মুহূর্তকে হাতছাড়া করতে চাননি। ফোনেই লাইভ টেলিকাস্ট দেখেন। বিক্রম চাঁদের মাটি ছুঁতেই তিনি চেঁচিয়ে উঠে বলেন, 'ল্যান্ডেড।' তিনি 💧তারপর আরও একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তিনি বলেন, 'আমি তোমায় নিয়ে গর্ব করি ভারত। ইসরো, সমস্ত বৈজ্ঞানিক বা যাঁরা যাঁরা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন আমি জানি তারা সকলেই এই প্রজেক্টের জন্য নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছেন। আমি আপনাদের নিয়ে গর্বিত। আপনারা ইতিহাস তৈরি করলেন আজ। অনেক ভালোবাসা নেবেন।' তিনি এই পোস্ট করে লেখেন, 'এটা অকল্পনীয়! আরও এগিয়ে যাও ভারত। অনেক শুভেচ্ছা ইসরোকে সফল ভাবে চন্দ্রযান ৩ -এর ল্যান্ডার বিক্রমের সফট ল্যান্ডিং করাতে পারার জন্য।'
আরও পড়ুন: কাজ পরে! সব ছেড়ে টিম ফাইটারকে নিয়ে চন্দ্রযান ৩ꩲ-এর ল্যান্ডিং দেখলেন হৃত𝕴িক
মিমি চক্রবর্তী অবশ্🌄য এদিন বাড়িতেই ছিলেন। তিনি টিভির পর্দাতেই দেখেন এই দুর্দান্ত মুহূর্তটি। ভারতের এই গর্বের মুহূর্তটি অভিনেত্রী তথা সাংসদ পতাকা উড়িয়ে উদযাপন করলেন। করলেন স্যালুটও। তিনি তাঁর এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, '🐻চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রমকে সফট ল্যান্ডিং করানোর জন্য ইসরোকে অনেক শুভেচ্ছা। জোরে হাততালি রইল এই প্রজেক্টের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের সকলের জন্য।' তিনি এই ভিডিয়োতে বলেন, 'এটা আমাদের দেশের জন্য একটা গর্বের মুহূর্ত। নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না আমি, দারুণ লাগছে। আমি চিরকাল একজন গর্বিত ভারতীয় ছিলাম, আছি আর থাকব। জয় হিন্দ।'
আরও পড়ুন: 'আমাদের মাথা লজ্জায় হেঁট হয়ে যাচ্ছে', চন্দ্রযান ৩-এর সাফল্যে কেন এমন বললেন প🧸াক অভিনেত🦄্রী?