আর মাত্র কয়েকদিন পরই সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়ার চার বছর পূর্ণ হয়ে যাবে। ২০২০ সালের ১৪ জুন রহস্যজনক পরিস্থিতিতে অভিনেতাকে তাঁর ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়𓄧। এই ঘটনার পর বিস্তর জলঘোলা হয়েছে। বহু সময় পেরিয়েছে। এই বছর ভাইয়ের মৃত্যুবার্ষিকীর আগেই তাই অভিনেতার দিদি শ্বেতা সিং কীর্তি কেদারনাথ দর্শনে গেলেন। সেখানে গিয়ে তিনি ভাইয়ের স্মৃতি হাতড়ে কেঁদে ভাসালেন।
আরও পড়ুন: মৃত্যুর পর ৮ বছর পর 𒅌ভোট দিলেন অভিনেতা দীপাঞ্জনের শ্বশুর! কাণ্ড দেখে বললেন, 'তোমার হয়ে কাজটা...'
কেদারনাথে গিয়ে ভাই সুশান্তকে নিয়ে আবেগপ্রবণ শ্বেতা
শনিবার, ১ জুন শ্বেতা ꦡসিং কীর্তি কেদারনাথ দর্শনে গিয়েছিলেন। এই জায়গাটি সুশান্ত সিং রাজপুতের খুবই পছন্দের জায়গা ছিল। তিনি মাঝে মাঝে যেতেনও। এদিন কেদার দর্শনের পর, পুজো দিয়ে সেখানে কয়েকটি ছবি তুলে সেগুলো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্ꦫগে লেখেন একটি আবেগঘন পোস্ট। জানান এখানে এসে তাঁর মন কতটা ভারাক্রান্ত হয়েছে। তিনি সমানেই কেঁদে চলেছেন।
এদিন তাঁর পোস্টে শ্বেতা লেখেন, 'আজ জুনের এক তারিখ। চার বছর আগে এই মাসের ১৪ তারিখ আমরা আমাদের আদরের সুশান্তকে হারিয়েছিলাম। আমরা এখনও উত্তর খুঁজে চলেছি যে সেদিন ꧑আসলে কী ঘটেছিল। আমি কেদারনাথ এসেছি প্রার্থনা করতে, ওকে মনে করতে এবং ভাইয়ের কাছাকাছি থাকতে।'
শ্বেতা আরও জানান তাঁর এখন ভীষণ ইচ্ছে হচ্ছে তাঁর ভাইকে জড়িয়ে ধরার। কেদারনাথে এসে তিনি তাঁর ভাইয়ের উপস্থিতি আরও বেশি করে টের পাচ্ছেন বলেও জানান শ্বেতা। এদিন তিনি তাঁর পোস্টে আরও লেখেন, 'এই দিনটি আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি কেদারনাথে পা দেওয়া মাত্রই অনবরত কেঁদে চলেছিলাম। কিছুক্ষণ এদিক ওদিক হাঁটাহাঁটি করি কিন্তু শেষ পর্যন্ত বসে খুব কেঁদেছি। আমার ওকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল। ও যেখানে বসে ধ্যান করত আমি ওখানে গিয়ে বসেছꦯিলাম। আমার মনে হল ও যেন আমার সঙ্গেই বসে আছে, আমার মধ্যেই আছে। আমার মধ্যে দিয়েই বাঁচছে। আমার মনেই হয় না ও আমায় ছেড়ে চলে গিয়েছে।'
আরও পড়ুন: 🧸লাহোর ౠ১৯৪৭ এর শ্যুট শেষ করলেন প্রীতি, কামব্যাক মুভি নিয়ে কেন লিখলেন 'কেরিয়ারের কঠিনতম ছবি'?
আরও পড়ুন: 'সব নারীরা নৃত্যশিল্পী হতে পারে না, শারীরিক গঠন সুন্দর হল𒉰ে তবেই...' মালবিকা সেনের কথায় হইচই