বরেলিতে ঘটা করে আয়োজিত হয়েছিল ফাহাদ-স্🏅বরার রিসেপশন। আমন্ত্রিত ছিলেন নামী ব্যক্তিত্বরা। সেখানেই বেইজ রঙের গর্জাস লেহেঙ্গায় সেজেছিলেন স্বরা ভাস্কর। সঙ্গে সেজেছিলেন মানানসই গয়নায় নাকে পরেছিলেন বড় নথ, মাথায় ছিল মাটা পাট্টি। আর ফাহাদ আহমেদ পরেছিলেন সোনালি রঙের শেরওয়ানি, সঙ্গে সাদা জ্যাকেট, সাদা-সোনালি রঙের উত্তরীয়।
সমাজবাদী পার্টির নেতা সুহা💞ইব আনসারি স্বরা-ফাহাদের রিসেপশনের কয়েকটি ছবি টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘অনেক অভিনন্দন, ফাহাদ ভাই এবং স্বরা জি। আপনাদেরর আশীর্বাদধন্য এবং সুখী জীবন কামনা করছি’। স্বরা নিজেও তাঁর রিসেপশন লুক ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন। তাঁর জন্য বিশেষ এই লেহেঙ্গাটি ডিজাইন করে সীমান্তের এপারে পাঠানোর জন্য পাকিস্তানি ডিজাইনার আলি জিশান থিয়েটার স্টুডিওকে ধন্যবাদ জানিয়েছেন স্বরা। পাক ডিজাইনারের পোশাক পরার জন্য তীব্র ট্রোলে মুখে পড়তে হয় স্বরাকে। কেউ লেখেন, ‘পাকিস্তানের প্রতি ভালোবাসা একটু বেশিই প্রবল!’ কারোর মন্তব্য, ‘টুকরো টুকরো গ্যাঙের সদস্য’, কেউ লিখেছেন জাতীর লজ্জা। প্রসঙ্গত এর আগে সমাজবাদী পার্টির যুব নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করার জন্যও কিছু কম আক্রমণের মুখে পড়তে হয়নি স্বরা ভাস্করকে।
আরও পড়ুন-ফাহাদকে ব🐻𒆙িয়ে নিয়ে কটাক্ষ, নানান অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দিতে চাইছেন স্বরা!
আর🃏ও পড়ুন-‘বিয়ে আইনসিদ্ধ, কিন্তু ইসলাম-সিদ্ধ নয়’, স্ꦏবরার বিয়ে নিয়ে তোপ ইসলাম গবেষকের