🐲 আইএফএফএম (ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন অ্যাওয়ার্ডস)-এ চর্চার কেন্দ্রে তমন্না ভাটিয়া। অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।
🍨সেই ফেস্টিভ্যালের তমন্নার সঙ্গেই উপস্থিত ছিলেন তাপসী পান্নু এবং অনুরাগ কশ্যপ। তাপসীর পরে মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের জন্য আসেন তমন্না। আর তখনই সকলের নজর কাড়লেন অভিনেত্রী। তাঁর পরনে ছিল সবুজ এবং কালো রঙের একটি অফ শোল্ডার ড্রেস। অনুষ্ঠানে জমকালো পোশাকে তাক লাগলেও প্রদীপ প্রজ্জ্বলনের আগে পায়ের জুতো খুলে নেন অভিনেত্রী। বলেন, 'দক্ষিণ ভারতেই এটাই রীতি'।
﷽খালি পায়ে প্রদীপ প্রজ্জ্বলনের সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছে তমন্নার একটি ফ্যানপেজ। নিজের সংস্কৃতির প্রতি তাঁর শ্রদ্ধা চাক্ষুষ করে মুগ্ধ নেটিজেনরা। একজন লিখেছেন, 'দক্ষিণ ভারত ওঁকে এ রকমই শিক্ষা দিয়েছে', অন্য জনের মন্তব্য, 'এই ছোট ছোট জিনিসগুলোও অনেক কিছু বুঝিয়ে দেয়।' বিদেশের মঞ্চে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরার জন্য তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
দক্ষিণী ছবির পাশাপাশি একাধিক বলিউড ছবিতেও কাজ করেছেন তমন্না। 'এন্টারটেইনমেন্ট', 'হিম্মতওয়ালা', 'হমশকলস'-এর মতো ছবি রয়েছে সেই তালিকায়। মধুর ভাণ্ডারকরের 'বাবলি বাউন্সার'-এ দেখা যাবে তাঁকে। চলতি বছরে ২৩ সেপ্টেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ছবিটি। হিন্দির পাশাপাশি তামিল এবং তেলুগুতেও দেখা যাবে 'বাবলি বাউন্সার'।
(আরও পড়ুন: ‘কান’-এ সাদা পোশাকে হিনা, কালোতে তামান্না, টেলি নায়িকা হেলি শাহও নজর কাড়া লুকে)
ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন-এ পুরস্কৃত হয়েছে সুজিত সরকারের 'সর্দার উধম', অপর্ণা সেনের 'দ্য রেপিস্ট'। '৮৩'-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিং। শেফালি শাহকে সেরা অভিনেত্রীর খেতাব এনে দিয়েছে জলসা। এই ফেস্টিভ্যালে যোগদান করেছেন অভিষেক বচ্চন, বাণী কাপুর এবং সোনা মহাপাত্রের মতো তারকারা।
(আরও পড়ুন: কান যেন এক টুকরো রাজস্থান! ‘ঘুমর’ গানে নাচলেন দীপিকা,তামান্নারা, ভাইরাল ভিডিয়ো)