পুজোর সিনেমা হিস🎶েবে বাজিমাত করে দিয়েছে বহুরূপী। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সিনেমা শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও বেশ ভালো ফল করছে। এবার বহুরূপীর আয় নিয়ে পোস্ট এল তরণ আদর্শের কাছ থেকে।
চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় বহুরূপীর পোস্টার শেয়ার করে জানালেন, মুক্তির পর, ১৪ দিনে এই সিনেমা পেরিয়ে গিয়েছে ৭.৯৬ কোটির ঘর। তিনি লিখলেন, ‘বাংলা সিনেমা বহুরূপী তার অপ্রত্যাশিত♒ দৌড় চালিয়ে যাচ্ছে… #NanditaRoy এবং #ShiboprosadMukherjee পরিচালিত দারুণ ব্যবসা করছে বক্স অফিসে।
‘বাংলা সিনেমার জন্য গেম চেঞ্জার হিসেবে প্রমাণ হয়েছে বহুরূপী। শুধু দর্শকমনে🥀 জায়গা করেনি, বরং এক বিশাল ছাপ ফেলে গ💜িয়েছে।’, আরও লেখেন তিনি।
১৯৯৮ থেকে ২০০৩ সালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার রায়পুরে পর পর ঘটে যাওয়া ব্যাঙ্ক ডাকাতির উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে বহুরূপী। শিবপ্রসাদৃনন্দিতার ‘থ্রিলার’ ছবি হিসেবে প্রথম ছিল রক্তবীজ। যা মুক্তি পেয়েছিল গতবছর পুজোতে। পরিবার, প্রেম, সাহসিকতা, রোমাঞ্চ, রক্ত গরম করা সংলাপ-- সবই রয়েছে এই সিনেমায়। আর তাতেও🔯 খাঁটি পারিবারিক ছবি, যা সকলের সঙ্গে বসে দেখা যায়, কারণ একটাও অপভাষার প্রয়োগ হয়নি। এসবই টেক্কার থেকে হয়তো এগিয়ে রেখেছে বহুরূপীকে। সঙ্গে ‘শিমূল-পলাশ’, ‘ডাকাতিয়া বাঁশি’, ‘তুই আমার হয়ে যা’-র মতো গানও ছিল ভীষণ রিফ্রেশিং। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, ঋতাভরী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, শিবপ্রসাদ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: কলকাতায় আরজি ক꧅র বিতর্ক! মুম্বইতে শর্মিলা-সইফদের সঙ্গে দেখা গেল ঋতুপর্ণাকে🌳, সাজলেন লাল শাড়িতে
৮ই অক্টোবর মহাপঞ্চমীতে বক্স অফিসে মুক্তি পেয়েছিল ৩টি বাংলা ছবি। টেক্কা আর শাস্ত্রীকে পিছনে ফেলে, আয়ের নিরিখে এক নম্বরে রয়েছে বহুরূপীই। ২-৩দিন আগে ছবির পরিচালক-প্রযোজক তথা অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় এক সংবাদমাধ𝓀্যমকে জানিয়েছিলেন, ৮ দিনেই নাকি বহুরূপীর ব্যবসা ১০ কোটি ছুঁয়েছে। আজ যদিও অন্য হিসেব বলছে তরণ আদর্শের পোস্ট।
আরও পড়ুন: করবা চৌথে স্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম, বউ শী꧋তলের থেকে বয়সে কত ছোট বিক্রান্ত মাসে?
লক্ষ্মীপুজোর সন্ধ্যায় ধুমধাম করে সাক্সেস পার্টিও সেলিব্রেট করে ফেলেছে টিম উইন্ডোজ। ছিলেন ছবির𒁃 তারকারা।