অস্থির বাংলাদেশ। হাসিনা পদত্যাগ করেছেন, বাংলাদেশের বহু মানুষ স্বাধীনতার আনন্দে উল্লাস করছে🌜ন। তবে একই সঙ্গে সেদেশের বহু অংশের ছবিটা কিন্তু মোটেও শান্তির নয়, সেটা অশান্তির। ইতিমধ্যেই সেদেশের বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর শুরু হয়ে গিয়েছে, তেমনই ছবিই উঠে আসছ🃏ে নেটমাধ্যমে। এবার হিন্দুদের উপর আক্রমণের ছবি নিজের ফেসবুকের পাতায় তুলে ধরলেন বাংলাদেশ থেকে নির্বাসিত, প্রতিবাদী লেখিকা তসলিমা নাসরিন।
তসলিমা নাসরিনের পোস্ট করা বেশকিছু ভিডিয়োতে উঠে এসেছে সেদেশের হিন্দু নাগরিকদের বাড়িঘর, মন্দির ভাঙচুরের ছবি ও ভিডিয়ো। যেখানে বহু হিন্দু-মা বোনেদের কান্নায় ভেঙে পড়তে, হাহাকার দেখা যাচ্ছে। উল্লেখ করা তথ্য অনুযায়ী, যে ভিডিয়ো গুলির মধ্যে একটি খিলগাঁও নন্দীপাড়া বড়বটতলা ক𝕴ালী মনদির রঞ্জন মন্তের বাড়ি বলে জানা যাচ🍸্ছে। পিরোজপুরের মঠবাড়িয়ার হিন্দুদের উপর হামলার ছবি তুলে ধরে তসলিমা নিজের মতামত তুলে ধরে লিখেছেন, ‘জামায়াত শিবিরের সন্ত্রাসীরা হিন্দুর ওপর হামলা করছে। তার মানে এই নয় যে আওয়ামী শাসন ভাল ছিল। সেই আমলেও হিন্দুরা অত্যাচারিত হয়েছে। স্বৈরাচারী গিয়ে সন্ত্রাসী আসে। ইসলামিস্ট গিয়ে ইসলামিস্ট আসে, কেবল মানুষ আসে না।’