বিগত কౠয়েক মাস ধরেই গুঞ্জন ছিল। এবার সেই গুঞ্জনে পড়ল সিলমোহর। রাজনীতি⛄র আঙিনায় পা রাখলেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। গড়লেন নিজের রাজনৈতিক দল। লোকসভা ভোটের প্রাক্কালে ঘোষণা করলেন তাঁর রাজনৈতিক দলের নাম। বিজয় তাঁর দলের নাম রেখেছেন ‘তামিলাগা ভেটরি কাজাগম’।
সিনেমা থেকে রাজনীতিতে পা রাখার ঘটনা নতুন কিছু নয় দক্ষিণ ভারতে। বিভিন্ন সময় বিনোদন জগতের তারকারা এসেছেন রাজনীতিতে। সেই তালিকায় এবার নাম লেখালেন বিজয়। কিন্তু নিজের দল ঘোষণার পর বিবৃতি দিয়ে অভিনেতা জানিয়েছেন, তাঁর দল আসন্ন নির্বাচনে লড়বে না, এমনকি অন্য কোনও রাজনৈতিক দলকে সমর্থন করবে না। জানা গিয়েছে, দলীয় বৈঠকেই নাকি অভিনেতা এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আরও পড়ুন: তৃতীয় বিবাহবার্ষিকীতে গেলেন কেরল, কেমন ঘুরছে🌊ন ইমন-নীলাঞ্জন
নিজের ফ্যানক্লাবের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা জানিয়েছেন, দীর্ঘ অনেক বছর ধরে তাঁর ফ্যানক্লাব একটি বেসরকারি একটি প্রতিষ্ঠা🐎ন হিসেবে মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। কিন্তু, তারপরেও এটি সোশ্যাল কিংবা অর্থের দিক থেকে উন্নতি করতে পারছে না। ঠিক এই কারণেই, তাদের একটি রাজনৈতিক ক্ষমতার প্রয়োজন। সেই কারণেই, এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তামিল ভাষায় তিনি ‘থালাপতি’। আদরের এই নামের অর্থ কমান্ডার। বিজয়কে এই নামেই ডাকেন তামিল সিনেমাপ্রেমীরা।