কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগ এনে আত্মহত্যার চেষ্টা করেন টলিপাড়ার কেশসজ্জা শিল্পী। এই ঘটনার পর থেকেই উত্তাল টলিউড। সোমবারই এবিষয়ে কড়া প্෴রতিক্রিয়া জানিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া🥂 (DAEI) তথা ডিরেক্টরস গিল্ড। তাঁদের বিবৃতিতে ফেডারেশন ও তাদের চাপিয়ে দেওয়া অকারণ নিয়মের বেড়াজাল নিয়েই ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। আর এবার ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিবৃতি দিল টেলিভিশনের প্রযোজকদের সংস্থা WATP (The Welfare Association of Television Producers)।
দ্যা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন প্রডিসারস (WATP)-এর বিবৃতি দিয়ে জানিয়েছে, 'গত ২১ সেপ্টেম্বর ২০২৪ আমাদের সহকর্মী শ্রীমতী তনুশ্রী দাস গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁর কন্য অঙ্কিতা দাস,এমতবস্থায় তনুশ্রীতকে উদ্ধার করেন ও হাসপাতালে নিয়ে যান। ত🍌ার ও চিকিৎসকদের তৎপরতায় তনুশ্রী এযাত্রায় বেঁচে যান। শেষ পাওয়া খবর অনুযায়ী তিনি অপেক্ষাকৃত বিপদমুক্ত এবং পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন। তবে এই ঘটনাকে নেহাতই একটা বিক্ষিপ্ত ঘটনা ভাবলে ভুল হবে। তাই এই বিষয়টির উপর সর্বসাধারণ🦄ের জন্য আমাদের তরফে খনিক আলোকপাতের প্রয়োজন।'
WATP আরও জানিয়েছে, ‘তনুশ্রী শুধু আত্মহত্যার চে🤪ষ্টা করেননি, বলা ভালো করতে বাধ্য হয়েছেন। হেয়ার ড্রেসার গিল্ডের আইবিরুদ্ধ দাদাগিরি ও তাদের মাথার উপর বসে ফেডারেশনের থ্রেট কালচারের কাছে মাথা নোয়াতে বাধ্য হয়েছেন। এই টলিউড ইন্ডাস্ট্রিতে এমন তনুশ্রীরা একা নন, শত শত কলাকুশলী, ব্যবসায়ী ও বিনিয়োগকারী এই থ্রেট কালচার ও দুর্নীতির শিকার। কিছু মানুষ চাপের কাছে মাথা নিচু করে কোনওরকমে কাজ চালিয়ে যাচ্ছেন। বাকিরা হয়ত তিলে তিলে তনুশ্র♌ীর পথে এগোচ্ছে।’
আরও 🔥পড়ুন-কদর্য ভাষায় আক্রমণ, লাগাতার হুমকি, পুলিশকে জানানোর ꦯপরও তারা নির্বিকার, অভিযোগ রূপার