হিমাচলপ্রদেশের ধর্মশালার রাস্তায় তুলকালাম কাণ্ড। পুলিশের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে তাঁদের উপরই হামলা করল এক তিব্বতি রূপান্তরকামী মডেল। ঘটনাটি ঘটে হিমাচলপ্রদেশের ধর্মশালার ম্যাকলিওডগঞ্জ মার্কেটে। অভিযোগ, ওই রূপান্তর🐎কামী তিব্বতি মডেল মদ্যপান করেছিলেন। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রথমে ওই মডেল এক মহিলা পুলিশ কর্মীর সঙ্গে বচসায় জড়ান। তারপর পুলিশকর্মীর হাত থেকে লাঠি কেড়ে নিয়ে তা🥃ঁর দিকেই ধেয়ে যান। তাঁর কাণ্ড দেখে কিছুটা ভয়ই পেয়ে গিয়েছিলেন ওই মহিলা পুলিশ কর্মী। এরপর বাকি পুলিশকর্মীরা এসে ওই মডেলকে আটক করেন, তাঁর হাতে থাকা লাঠি কেড়ে নেন।
আরও পড়ুুন-আধুনিক কিছু বাড়ি হয়েছে, তবে কলকাতা আর তার রাস্তার গর্তগুলো একই রকম আছ💝ে: শর্মিলা
আরও পড়ুন-অনিলজির অ☂স্বীকার করলেও আমার কাছে ওঁর চ্যাট, ভিডিয়ো সব প্রমাণই আছে: আমিশা
ঘটনার পর পুলিশ তেনজিন মারিকো নামে ওই রূপান্তরকামী মডেল এবং নাইজেরিয়ার দুই মহিলা সহ মোট ১২ জনকে হেফাজতে নিয়েছে। সাম্প্রতিক অতীতেও, তাঁরা এমনই বেশকিছু ঘটনা ঘটিয়েছিলেন বলে অভিযোগ। CCTV ফুটেজে ধরা পড়েছে গꦕোটা ঘটনা। যেখানে দেখা গিয়েছে কীভাবে ওই মডেল লাঠি ছিনিয়ে🅠 নিয়ে ওই মহিলা পুলিশ কর্মীদের উপর হামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে ওই মডেল সহ ধৃতদের বিরুদ্ধে ১১৪ এবং ১১💧৫ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওই মড🗹েলের সঙ্গে জড়িত ১২ জনকে আটক করা হয়েছে। পুলিশ আরও জানায়, আটক ১২ জনের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
জানা যাচ্ছে ভিডিওতে যে মডেলকে 🙈দেখা গিয়েছে তিনি হলেন তেনজিন মারিকো꧑, তিব্বতের প্রথম ট্রান্সজেন্ডার মডেল। রিপোর্ট অনুযায়ী, মারিকো একসময় একজন বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন। তেনজিন একজন পরিচিত মুখ এবং তাঁর জন্ম হিমাচল প্রদেশের বিড (বীর) জেলায়।