দ﷽ীপাবলির দিন মুক্তি পেয়ে🎀ছে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি টাইগার ৩। এটা ভাইজানের এবারের দিওয়ালি গিফট বলা চলে। আর সেই গিফটের স্বাদ চেটেপুটে উপভোগ করছে তাঁর অনুরাগী সহ দর্শকরা। ছবিটি রবিবার মুক্তি পাওয়ার পর থেকে ভালোই ব্যবসা করছে বক্স অফিসে। তবে টুকটুক করে অনেকটাই কমছে সলমনের ছবির আয়। ষষ্ঠ দিন অর্থাৎ শুক্রবার অ্যাকশনে ভরপুর এই ছবি মাত্র ১৩ কোটি টাকা আয় করেছে।
টাইগার ৩ -এর বক্স অফিস কালেকশন
টাইগার ৩ ছবিটি তার মুক্তির ষষ্ঠ দিনে বক༒্স অফিসে মাত্র ১৩ কোটি টাকা আয় করেছে বলে🍒ই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে। অর্থাৎ এই ছয় দিনে ছবিটি মোট ২০০.৬৫ কোটি টাকা আয় করল। হ্যাঁ, ছয় দিনেই সলমন খান অভিনীত এই ছবি দুশো কোটির ক্লাবে প্রবেশ করল।
আরও পড়ুন: 'কেমন আছ কলকাতা?' স্পꦚষ্ট বাংলায় ভক্তদের সঙ্গে কথা ভিকির, ঘুরে দেখলেন ফোর্ট উইলিয়াম
আরও পড়ুন: 'আমারটা গেল না কখনও...' ডোনা রাগ করে বাপের বাড়ি যাননি বলে আক্ষেপ সৌরভে🧸র! দাদাগিরিতে ফাঁস মনের কথা
প্রথম পাঁচদিনে বক্স অফিসে মণীশ শর্মার এই ছবি ১৮৭.৬৫ কোট✅ি টাকা আয় করেছিল। প্রথমদিন অর্থাৎ ১২ নভেম্বর মুক্তি পাওয়ার দিনই এটি ৪৪.৫ কোটি, তারপর সোমবারꦦ ৫৯.২৫ কোটি, মঙ্গলবার ৪৪.৩ কোটি টাকা আয় করে। এরপর এক ধাক্কায় অনেকটাই কমে যায় এই ছবির আয়। বুধবার এটি মাত্র ২১.১ কোটি এবং বৃহস্পতিবার ১৮.৫ কোটি টাকা আয় করে সলমনের ছবি। শুক্রবার সেটা আরও কমে হয় ১৩ কোটি। এদিন অর্থাৎ ১৭ নভেম্বর টাইগার ৩ এর হিন্দি ভার্সনে ১৬.৪৮ শতাংশ অকুপেন্সি ছিল।
টাইগার ৩ প্রসঙ্গে
টাইগার ৩ ছবিটি আদতে টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। এর আগে এক থা টাইগার এবং টাইগার জিন্দা হ্যায় ছবি দুটো মুক্তি পেয়েছে। এরপর প্রায় ছয় বছর পর এল টাইগার ৩। এই ছবিতে আবারও টাইগারের চরিত্রে অবতীর্ণ হয়েছেন সলমন খান। সঙ্গে জোয়ার চরিত্রে আছেন ক্যাটরিনা কাইফ। অনಞ্যদিকে ইমরান হাশমিকে মূল খলনায়কের চরিত্রে দেখা যাচ্ছে। মণীশ শর্মা পরিচালিত এই ছবিতে শাহরুখ খান অর্থাৎ পাঠান এবং কবীর অর্থাৎ হৃতিক রোশনের ক্যামিও আছে। এটি যশরাজ স্পাই ইউনিভার্সের অংশ। বলা ভালো পঞ্চম ছবি।