অভিনয় জগতের একাধিক মুখ এখন শাসক দলের বিধায়ক,সাংসদ কিংবা নেত্রী। অথচ এ যেন পুরো উলোট পুরাণ। রাজ্য রাজনীতির সক্রিয় মুখ। মমতা বন্দ্যোপাধ্যায়েরꦿ বিশেষ আর্শীবাদ ধন্য় তিনি, কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। কথা হচ্ছে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের। ২০১৫ সাল থেকে কেএমসি-র ১০৯ নম্বর ওয়ার্ডের দায়িত্ব তাঁর কাঁধে। সম্প্রতি অভিনয়ের জগতে চর্চায় অনন্য়া।
মিস ক্যালকাটার খেতাব জিতেছিলেন। তবে পরিচালকের কথা শুনে কাজ করায় খানিক অনীহা ছিল, মানুষের জন্য কিছু করার তাগিদ থেকেই রাজনীতিতে যোগদান। গত ৯ বছরে রাজনীতির আঙিনায় নিজের পায়ের মাটি শক্ত করেছেন অনন্য়া। দেবের শেষ রিলিজ ‘প্রধান’-এ খাকি উর্দিতে নজর করেছেন তৃণমূল কাউন্সিলর। দেবের সিনিয়র অফিসারের চরিত্রে মানানসই তিনি। অন্যদিকে শীঘ্রই রাজর্ষি দে-র ‘সাদা রঙের পৃথি🌃বী’তে দেখা যাবে তাঁকে। সদ্য সামনে এসেছে ছবির ট্রেলার।
অনন্যার অভিনয় জীবন, রাজনৈতিক কেরিয়ার 🎶সবকিছুকে ছাপিয়ে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম নয়। রাজ্যের এক মন্ত্রীর সঙ্গে অনন্যার ঘনিষ্ঠতা নিয়ে নানান রটনা। বিনোদন জগতের মানুষদের সঙ্গে সেই মন্ত্রীর নিত্য উঠা-বসা। সেই সুবাদেই অনন্যার এই প্রতিপত্তি, এমন কথাও বলতে ছাড়েন না নিন্দকরা। সেই নিয়েই এবার জ꧟বাব দিলেন তৃণমূল কাউন্সিলর। আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে অনন্যা বলেন, ‘আসলে কেউ কাউকে সাহায্য করলে মানুষ তাঁদের সম্পর্কে জড়িয়ে দিতে আগ্রহী হয়ে ওঠে। সম্পর্ক আছে কি নেই সেই ব্যাপারে আমি কিছু বলব না কারণ মানুষ বিষয়টা খোলা মনে নিতে পারে না’।
রাজনীতির মঞ্চ হোক বা খেলার মাঠ, সে✅ই মন্ত্রীর পাশে হামেশাই দেখা মেলে অনন্যার। তৃণমূল কাউন্সিলর জানালেন, ‘আপনি যার কথা বলছেন তিনি আমাকে রাজনীতিতে নানা ভাবে গাইড করেন। সেটা নিয়েই নানা মহলে গুঞ্জন। উনি মাথার উপর আছেন বলে অনেক কাজ সহজ হয়ে যায়, আবার এমনও হয়েছে সেই ধারণার ফলে আমার করা কাজগুলো ঢাকা পড়ে গেছে।’ প্রয়োজনে সবসময় মাননীয় মন্ত্র💦ীর সাহায্য নেন তিনি, অকপটে মেনে নেন অনন্যা।
প্রধান ক্য়ামিও চরিত্রে অভিনয় করেছিলেন অনন্যা। তাই সাদা রঙের পৃথিবীই আক্ষরিক অর্থে নিজের ডেবিউ ছবি বলতে চান তৃণমূল নেত্রী। সামাজিক বিষয় নিয়ে তৈরি এই ছবির কাহিনি শুনে না বলতে পারেননি অনন্যা। বল🔯লেন, 'এখনও বহু মানুষের 🧔ধারণা বৃন্দাবন, বারাণসীতে বিধবারা ঈশ্বরের কাছে ভালো থাকেন, আসলে ছবিটা তা নয়। সেই গল্পই উঠে এসেছে রাজর্ষি দে-র ছবিতে।