আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে বারংবার পথে নেমেছেন সোহিনী সরকার। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ডাক দিয়েছেন অশৌচ পালনের। জানিয়েছেন এই রা😼জ্যে তিনি মা হতে ভয় পাচ্ছেন। কিন্তু এর মধ্যেই তিনি এমন কী কাণ্ড ঘটালেন যাতে তাঁকে কটাক্ষের মুখে পড়তে হল?
আরও পড়ুন: আলো নিভিয়ে আরজি করের নির্যাতিতার বিচার চেয়েছেন কলকাতার ৪৪ লাখ ম𒀰ানুষ! 𝔍হিসেব দিলেন সৃজিত - শোভন
আরও পড়ুন: হাসপাতালে নামের ফলক নিয়ে দেবের নিন্দা কুণালের, 'উনি অপপ্রচার চালাচ্ছেন' পাল্টা জবাব অভিন💝েতার
কী ঘটেছে?
আরজি করের নির্যাতিতার মৃত্যুর প্রায় মাস পেরোতে চলল, এখনও বিচার অধরা। তাই অনেকেই, এমনকি একাধিক একাধিক তারকারাও দুর্গাপুজো না করার ডাক দেন। কেউ আবার বলেন চাঁদা চাইতে এলে অশৌচ চলছে বলে সেটা দিতে প্রত্যাখ্যান করবেন। আর বিচার চেয়ে যাঁরা বারংবার পথে নেমেছেন তাঁদের অন্যতম হলেন সোহিনী সরকার। কিন্তু তিনি এদিন তাঁর পেশার খাতিরেই একটি ব্র্যান্ডের হয়ে তাঁদের পুজো কালেকশনের প্রচার করেন। বিজ্ঞাপনে অভিনয়🅘 করেন। আর সেই বিজ্ঞাপন প্রকাশ্যে এলেই তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়।
কী বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে?
তৃণমূল কংগ্রেসের এক সমর্থন এদিন সেই বিজ্ঞাপন শেয়ার করে লেখেন, 'দুর্গাপুজো পালন করো না। পুজো কমিটিগুলোকে চাঁদা দিও না। অশৌচ পালন কর। শপিংয়ে যেও না। ইত্যাদি। তো সব নাটক শেষ? ম্যাম আর রাজ্যে মা হতে ভয় পাচ্ছেন না তো? তাহলে অশৌচ পালনের বদলে তিনি পুজো কালেকশনের প্রচার করছেন কেন?'✱
আরও পড়ুন: 'যা যা করেছি না...' ঠিক যেন পা🐷শের বাড়ির ছেলেটি! স্কুল না যাওয়ার জন্য কী কী 🌌অজুহাত দিতেন অমিতাভ?