দীপিকা পাড়ুকো🐓ন সম্প্রতি মেয়ের মা হয়েছেন। গুঞ্🎶জন খুদেকে নাকি নিজে হাতেই সামলাচ্ছেন নতুন মা দীপিকা। সম্ভবত তিনি নাকি তাঁর ছোট্ট রাজকন্যার জন্য আয়া রাখেননি।
বলিউড লাইফের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, দীপিকা সম্ভবত তাঁর মেয়েকে লালন-পালনের ক্ষেত্রে ঐশ্বরিয়া রাই বচ্চনের প🦋থ অনুসরণ করছেন। তিনি নাকি মেয়ে বড় করারা জন্য আয়া রাখবেন না বরং একজন 'হ্যান্ড-অন' মা হবেন অর্থাৎ নিজেই মেয়েকে বড় করে তুলবেন।
আরও পড়ুন: সোনমকে ২৩১ কোটির বাংলো উপহার শ্বশুরের! লন্ডনের এই আলিশাౠন বাড়িতেই থাকবেন নায়িকা
শুধু তাই নয়, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং তাঁদের মেয়ের 🦹জন্য রণবীর কাপুর, আলিয়া ভাট বা অনুষ্কা শর্মা, বিরাট কোহলির নো-ফটো নীতি অনুসরণ করতে চলেছেন। জানা গিয়েছে, তাঁরা তাঁদের সন্তানকে আপাতত মিডিয়া থেকে দূরে রাখবে এবং সঠিক সময় হলে খুদেকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।
দম্পতির জীবনে শুরু হয়েছে নতুন🌱 অধ্যায়, তাই তা নিয়ে তাঁদের মধ্যে উত্তেজনা বেশ তুঙ♍্গে। পাশাপাশি ভক্তরাও তাঁদের সুন্দর মুহূর্তের নানা ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন! একসঙ্গে তিনজনকে দেখার জন্য এখন থেকে উত্তেজিত হয়ে পড়েছেন অনুরাগীরা।
আরও পড়ুন: বাবার কথায় সিদ্ধান্ত চতুর্বেদী ছাড়েন ‘ব্রহ্মা🦂স্ত্র🌞’র অফার? কারণ জানলে অবাক হবেন
দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং একটি মনোগ্রাহী ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁদের মেয়ের জন্মের কথা জানিয়ে ছিলেন। রবিবার ৮ সেপ্টেম্বর প্রথম সন্তানের জন্ম দেন দম্পতি। দীপবীরের কোল আলো করে আসে এক ফুটফুটে রাজকন্যা। আর এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দে রীতিমতো ডগমগ তাঁর ভক্তরা। সোশ্যাল মিডিয়াতে সকলে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন দম্পতি♚কে।
প্রসঙ্গত, ৭ সেপ্টেম্বর দীপিকা পাড়ুকোনকে ভর্তি করা হয় হাসপাতালে। অভিনেত্রীকে তাঁর মা উজ্জ্বলা পাড়ুকোনের সঙ্গে মুম্বইয়ের রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছি♚ল। শনিবার হাসপাতালে যাওয়ার পথে তাঁর বেশ কয়েকটি ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
কাজের সূত্রে, দীপিকা পাড়ুকোনকে শেষ দেখা গিয়েছিল ‘কালকি ২৮৯৮ এডি’-তে। সম্ভবত ২০২৫ সালের মার্চ💟 পর্যন্ত কাজ থেকে একটি ছোট বিরতি নিয়েছেন দীপিকা। নিউজ ১৮-এর রিপোর্ট অনুসারে, তার মাতৃত্বকালীন ছুটি চলবে আগামী বছরের মার্চ মাস পর🐲্যন্ত। এর পর তিনি অমিতাভ বচ্চন, কমল হাসান এবং প্রভাসের সঙ্গে ‘কল্কি’-এর সিক্যুয়েলের শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন।