ওয়েব সি𒐪রিজ দেখার চল আজকাল বেড়েই চলেছে। হলে গিয়ে সিনেমা দেখার থেকে ওয়েব সিরিজের প্রতিই বেশি আগ্রহী বর্তমান প্রজন্ম। তাঁদের আগ্রহের কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে একের পর এক ওয়েব সিরিজ। সামাজিক, রাজনৈতিক বিভিন্ন বিষয়বস্তুকে প্রেক্ষাপট করে তৈরি হচ্ছে একাধিক সিরিজ। এসেছে একাধিক OTT প্ল্যার্টফর্ম। তবে হ্য়াঁ, নানান ওয়েব সিরিজের ভিড়ে কোনওটির জনপ্রিয়তা একটু বেশি, কোনওটির একটু কম।
সম্প্রতি এদেশে সর্বাধিক জনপ্রিয় ওয়েব সিরিজের তালিকা প্রকাশ করেছে IMDb। যেখানে রয়েছে ৫০টি সর্বাধিক জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজের নাম। যেখানে শীর্ষে রয়েছে সেক্রেড গেমস, মির্জাপুর, স্ক্যাম, দ্য ফ্যামিলি ম্যান এবং অ্যাসপিরেন্টস এর নাম। IMDb-র তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। ক্য়াপশানে লেখা হয়েছে, ‘IMDb বাছাইয়ে সর্বকালের সেরা ৫০টি সর্বাধিক জনপ্রি♈য় ভারতীয় ওয়েব সিরিজের তালিকা এখানে রয়েছে! আপনার ওয়াচলিস্ট সম্পূর্ণ করতে এই পোস্টটি সংরক্ষণ মাধ্যমেই নির্বাচন করা꧒ হয়েছে। ২০১৮-র ১ জানুয়ারি থেকে ২০২৩-এর ১০ মে পর্যন্ত দর্শদের ভিউ-এর কথা মাথায় রেখেই এই তালিকা তৈরি করা হয়ছে।’