প্রত্যেকবারের মতো এবারও জমে উঠেছে ‘ডান্স ব⛄াংলা ডান্স’। শোয়ের গ্র্যান্ড অডিশন থেকেই তাক লাগাচ্ছেন প্রতিযোগীরা। তাঁদের পারফরম্যান্সে মুগ্ধ বিচারকরাও। পূজা হালদার থেকে পরী, সায়ন্তী সকলের নাচই চর্চায় উঠে এসেছে। এবার শোয়ের গ্র্যান্ড প্রিমিয়ারের মঞ্চে তাক লাগালেন ত্রপোমানা।
চ্যানেল কর্তৃপক্ষের ইনস্টাগ্রাম পেজে উঠে আসা শোয়ের প্রো✤মো বলছে, পুরুলিয়ার মুন্সেফডাঙ্গা মেয়ে ত্রপোমানা। সেখানে তাঁর চমকদার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে যান বিচারকরা। শাহরুখ-দীপিকা 'পাঠান'-এর গানে চটকদার পারফর্ম করতে দেখা যায় এই প্রতিযোগীকে। তাঁর দক্ষতা☂য় মুগ্ধ হয়ে যান দর্শক ও বিচারকরা।
শোয়ের প্রোমোয় দেখা যাচ্ছে, লাফদড়ির মতো করে দ্রুত ঘোরানো হ♏চ্ছে দড়ি, আর তার মধ্যে দিয়েই দিব্যি নেচে চলছেন ত্রপোমানা। তাঁর পারফরম্যান্সের সময় কিছুটা আতঙ্কিতও হয়ে পড়েন যিশু সেনগুপ্ত। যদিও উল্লাস করত🥂ে দেখা যায় শুভশ্রীকে। পারফরম্যন্স শেষে মুগ্ধতা প্রকাশ করেন মিঠুন চক্রবর্তী।
প্রসঙ্গত, ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড অডিশন থেকেই নিজেদের নিপুণ দক্ষতায় বিচারඣকদের মুগ্ধ করে চলেছেন প্রতিযোগীরা। মূক ও বধির প্রতিযোগী, ব্যারাকপুরের পূজা হালদার অডিশন দিতে না দিতেই ভাইরাল হয়েছেন। মন কেড়ছেন আরও এক কন্যে সায়ন্তীও। তিনি আবার পেশায় লেডি কনস্টেবল। তবে নাচটাও মন্দ ক🌱রেন না।
এদিকে আবার গ্রান্ড অডিশনে হাজির ছিলেন আরও এক খুদে প্রতিযোগী অহনা। বয়স যার মাত্র ৭। উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বাসিন্দা সে। অহনার মা বিচারকদের জানান, তাঁর নাচ শেখার খুব 🍌ইচ্ছে ছিল, তবে পারেননি। তাই মেয়েকে দিয়েই সেই ইচ্ছে পূরণ করার চেষ্টা করছেন। তখন অহনার মাকে মঞ্চে উঠে মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গে নাচতেও দেখা যায়।
আবার বিচারকদের সামনে সগর্বে পারফর্ম করে চমকে দেন লেডি 🌼কনস্টেবল সায়ন্তী। যিনি কিনা বর্তমানে হেয়ার স্ট্রিট থানায় রয়েছেন। কলকাতা পুলিশের ডি🌸টেকটিভ ডিপার্টমেন্টে চাকরি করেন তিনি। সায়ন্তীর কথায়, থানার অ্যাডিশনাল ওসি ম্যাডাম, ওসি ম্যাডাম, অন্য সিনিয়রসরা, প্রত্যেকে ভীষণ সাপোর্টিভ, তাই তিনি এই প্রতিযোগিতার অংশ হতে পেরেছেন।