বলিউডের অতি পরিচিত নাম শ্রদ্ধা কাপুর। তবে তিনি যখন অভিনেত্রী হিসাবে কেরিয়ার শুরু করেন, তখন শ্রদ্ধার বয়স ছিল মাত্র ২০। তাঁর মিষ্টি হাসি, অভিনয় প্রতিভার কারণে, শ্রদ্ধার অনুরাগীর সংখ্যা ক্রমাগতই বাড়তে থেকেছে। তাঁর তৃতীয় ছবি ‘আশিকি-২’ মুক্তি পায় ২০১৩-সালে। যেখানে তিনি 'আরোহী'র চরিত্রে অভিনয় করেন, রূপালী পর্দায় তাঁর সেই উজ্জ্বল উপস্থিতি দর্শকরদের একপ্রকার ‘পাগল’ করে তোলে। তারপর প্র♚ায় এক দশকেরও বেশি সময় পার হয়েছে। 🌼গত বছর শ্রদ্ধাকে দেখা গিয়েছিল স্ত্রী ২ (২০২৪) তে, সেই ছবিও বক্স অফিসে সুপারহিট।
চলতি মাসের শুরুতেই (৩ মার্চ) শ্রদ্ধা কাপুরের ৩৮ বছরে পা দিয়েছেন। এদিকে স💧ম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শ্রদ্ধা কাপুরের স্কুল জীবনের ছবি। ছবি দেখে মনে হচ্ছে সেটি শ্রদ্ধার স্কুলের শেষ দিনে তোলা একটি ছবি, কারণ তাঁর মুখে এবং সাদা ইউনিফর্মে পেন দিয়ে নানান কিছু লেখা হয়েছে। যদিও তাঁর বন্ধুদের সেই সমস্ত লেখা সত্যিই পড়ে বোঝা দায়! তবে 'লাভ সাহু' এবং 'লাভ ইউ অলওয়েজ' এই লেখাগুলি শুধু বোঝা যায়।
সোশ্যাল মিডিয়া প্ল্যার্টফর্ম রেডিটে উঠে এসেছে শ্রদ্🧸ধার সেই ছবি…। ছবিটি নেটদুনিয়ায় ভাইরাল। প্রসঙ্গত শ্রদ্ধা কাপুর ১৫ বছর বয়স পর্যন্ত জামনাবাই নরসী স্কুলে এবং পরে তিনি আমেরিকান স্কুল অফ বোম্বেতে পড়াশোনা করেন। পড়ে তিনি বস্টন বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন।

রেডিটে উঠে আসা এই ভাইরাল ছবির নিচে নেটিজেনরা নানান মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘কেউ একজন শ্রদ্ধার ডারম্যাটের (ডার্মাটোলজিস্ট)-এর নম্বর জোগাড় করে দিন। এই ছবি আমাকে পাগল করে দিয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘ইয়ো তাঁর একদিনের জন্যও বয়স বাড়েনি। কারোর প্রশ্ন, ’কীভাবে তিনি এখনও একই রকম দেখতে থাকতে পারেন?' আরেকজন তাঁকে 'সুন্দরী স্ত্রী' বলে সম্বোধন করেছেন। এক নেটিজেন দাবি করেছেন, ‘ ওকে দেখতে অনেক🔯টা পদ্মিনী কোলহাপুরীর মতো।’ এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে।
এদিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক জাপানি ꩲকনটেন্ট ক্রিয়েটারের ভিডিয়ো। যদি কিনা শ্রদ্ধার আসল বয়স বিশ্বাসই করতে পারছিলেন না। ছবি দেখে তাঁর ধারণা হয় শ্রদ্ধার বয়স ২২ বছর। তবে অবশ্য শুধু শ্রদ্ধা নয়, ওই জাপানি কনটেন্ট ক্র🏅িয়েটার বলিপাড়ার বহু অভিনেত্রীরই বয়স বুঝতে গিয়ে হোঁচট খান।
এদিকে কাজের ক্ষেত্রে শ্রদ্ধাকে শেষবার স্ত্রী-২ তে দেখা গিয়েছি। তারপর আর পরবর্তী ছবির কথা তিনি ঘোষণা করেননি। এরই মাঝে গুঞ্জন, শ্রদ্ধা কাপুরকে ‘স্ত্রী♒ ৩’ দেখা যাবে🐻। এছাড়াও তাঁকে রণবীর কাপুরের সঙ্গে ‘ধুম ৪’ ও হৃতিক রোশনের সঙ্গে ‘কৃষ ৪’ এবং 'নাগিন' এ দেখা যাবে বলে শোনা যাচ্ছে।