ইঙ্গিত মিলেছিল গত সপ্তাহেই , জগদ্ধাত্রী ফ্যানেদের কাছে বিরাট ধাক্কা। আর শুধু স্টার জলসার ফলো করা টিআরপি চার্ট অনুসারেই নয়, ১৫+ টিআরপিতেও সন্ধ্যে ৭টার স্লট নিজের দখলে করে নিল ‘কথা’ (৬.৩)। ৬০০ পর্ব পেরিয়ে প্রথমবার স্লট হাতছাড়া হল জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর (৬.০)। আরও পড়ুন-ফুলকির পাঞ্চে সিংহাসনচ্যুত নিম ফুল! TRP তালিকায় চমক কথার,🔯 জগদ্ধাত্রী হেরে𝔉 গেল?
দীর্ঘ সময় পর ‘কথা’র হাত ধরে ছোটপর্দায় ফিরেছেন সাহেব, অন্যদিকে সুস্মিতার পরপর দুটো মেগায় সেভাবে সাড়া ফেলেনি। তবে দুজনের যুগলবন্দি🎉 কিন্তু সুপারহিট! শুরু থেকেই পর্দায় দাগ কেটেছে সাহেব-সুস্মিতার রসায়ন, তার প্রতিফলন এবার টিআরপিতে।
এই সপ্তাহে তিন নম্বরে রয়েছে কথা। তবে বেঙ্গল টপার হওয়ার দৌড়ে এখনও খানিকটা পিছিয়ে স্টার জলসার মেগা। প্রথম স্থান দখলের জন্য গত কয়েক সপ্তাহ ধরেই হাড্ডাহাড্ডি লড়াই নিম ফুলের মধু এবং ফুলকির। এই সপ্তাহে যৌথভাবে শীর্ষস্থান দখল করেছে পর্ণা-সৃজন ও ফুলকি-রোহিত। পারোমিতা অর্থাৎ কৌশাম্বির বিয়ের দিনেও চওড়া হাসি থাকল গোটা টিমের মুখে। ৬.৬ নম্বর নিয়ে এক নম্বরে এই দুই মেগা। পঞ্চম থেকে এল লাফে দ্বিতীয়🌜 স্থানে উঠে এসেছে গীতা এলএলবি। প্রাপ্ত নম্বর ৬.৪। আইপিএল ও ভোটের মরসুমে সার্বিকভাবে বাংলা সিরিয়ালের টিআরপি নিম্নমুখী।🍷
এক নজরে দেখুন সেরা ১০-এর তালিকা
প্রথম- নিম ফুলের মধু/ ফুলকি (৬.৬)