ভোটের বাজারেও টিআরপি লড়াইয়ের উত্তেজনা কম নেই। বাংলার ‘দিদি নম্বর ১’ এবার রাজনীতির ময়দানে। হুগলি থেকে তৃণমূলের টিকিটে ভোটে লড়ছেন রচনা। সারাদিনের প্রচার কাজ সামলেও দিদি নম্বর ১-এর শ্যুটিং চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। তৃণমূলের এই তারকা প্রার্থী কখনও ‘ধোঁয়া’ তো কখনও ‘গোরুর দুধ’ নিয়ে মন্তব্য করে ভাইরাল। কিন্তু তার প্রভাব পড়েনি টিআরপি-তে। আরও পড়ুন-দাদা-দিদির মহারণ! ভোট প্র♛চারে ব্যস্ত রচনা, দিদি নম্🎃বর ১-এর TRP-তে কি প্রভাব পড়ল?
নন-ফিকশনে এই সপ্তাহেও এক নম্বরে থাকল রচনা বন্দ্যোপাধ্যায়ের দিদি নম্বর ১। তবে লোকসভা ভোট ও আইপিএলের জোরা ফলায় এক ঝটকায় নিম্মমুখী বাংলা সিরিয়াল ও রিয়ালিটি শো-এর রেটিং। ফিকশন শো-এর মতোই হাল নন-ফিকশনেরও নম্বর খানিক কমেছে। এই সপ্তাহে দিদি নম্বর ১-এর সানডে ধামাকা এপিসোডের নম্বর ৫.০০। অন্যদিকে সোম থেকে শনি বিকাল ৫.৩০টার স্লটে রচনার ঝুলিতে এসেছে ২.৪ নম্বর। ജ;
দাদাকে টপকে এগিয়ে রয়েছেন রচনা। এইবারেও মাত্র ৪.৫ নম্বরেই আটকে গেলেন মহারাজ। গত সপ্তাহেও এই নম্বরেই আটকে ছিল দাদাগিরি। যার জেরে চিন্তার ভাঁজ নির্মাতাদের কপালে। যদিও জলসার ফিকশন শো-কে উনিশ-বিশের ব্যাবধানে হারাতে সফল হয়েছেন সৌরভ। শনিবার ও রবিবার রাত ৯.৩০টা থেকে ১১.০০টায় জলসার তিনটি শো-এর গড় টিআরপি রেটিং ৪.৪। ❀এই মুহূর্তে আইপিএল নিয়ে ব্যস্ত মহারাজ। দিল্লি ক্যাপিট্যালসের অংশ তিনি। তবে সে-সব সামলেও দাদাগিরির শ্যুটিং সারছেন নিয়ম করে।
এক নজরে দেখুন নন ফিকশনের রেটিং-
দিদি নম্বর ১ (সানডে ধামাকা)- ৫.০
দাদাগিরি, সিজন ১০- ৪.৫
দিদি নম্বর ১ (সোম-শনি)- ২.৪
ঘরে ঘরে জি বাংলা- ১.২
স্টার জলসা ফিকশন (রবিবার, রাত ৮.৩০টা)- ৪.৮
স্টার জলসা ফিকশন (শনি-রবিবার,রাত ৯.৩০ টা)- ৪.৪
ফিকশনে🔯 রাজত্ব কায়েম রেখেছে পর্ণা। এই সপ্তাহেও সেরার মুকুট উঠল টিম নিম ফুলের মধুর মাথায়। ৭.৭ রেটিং নিয়ে শীর্ষে এই মেগা। দ্বিতীয় ও তৃতীয়স্থানেও রয়েছে জি বাংলার মেগা। দু-নম্বরে ফুলকি, তিন নম্বরে জগদ্ধাত্রী। স্ট🌱ার জলসার তরফে চ্যানেল টপার গীতা এলএলবি।
খুব শীঘ্রই জি বাংলায় শুরু হতে চলেছ সারেগামাপা। এই গানের রিয়ালিটি শো-এর অডিশন চলছে পুরোদমে। এইবারও সঞ্চালকের ভূমিকায় থাকবেন আবির চট্টোপাধ্যায়। তবে বিচারকদের আসনে কারা থাকবেন তা স্পষ্ট নয়। দাদাಞগিরির ১০ নম্বর সিজন শেষ হওয়ার পরই শুরু হবে এই শো, ইঙ্গিত তেমনই। অন্যদিকে আপতত ফিকশন শো-তেই ভরসা রাখছে♐ স্টার জলসা। নন-ফিকশন শো চালু করার কোনও পরিকল্পনা নেই তাঁদের।