জামাইবাবু আর শ্যালকের বাথরুম যুদ্ধ। সকালবেলা ঘুম থেকে উঠে যদি একই সঙ্গে কারোর শৌচকর্ম সারার প্রয়োজন পড়ে তাহলে! আর সেক্ষেত্রে বাথরুম যদি ১টাই হয়, তাহলে সত্যিই পরিস্থিতি সঙ্গীন হয়ে ওঠে।। আর সেটা যাঁর 🐓সঙ্গে এমন ঘটনা ঘটেছে, তিনিই ভালো বুঝতে পারবেন। আর এটাই ঘটল 'নিম ফুলের মধু'র সৃজন আর পিকলুর অর্থাৎ অভিনেতা রুবেল দাস আর ঋষভ চক্রবর্তীর সঙ্গে।
সক্কাল সক্কাল শৌচালয়ে যওয়ার প্রয়োজন পড়েছিল পিকলু (ঋষভ চক্রবর্তী) ও সৃজন (রুবেল দাস) দুজনেরই। ঋষভ হলেন রুব📖েলের অনস্ক্রিন 'শ্যালক'। পিকলু শৌচালয়ে ঢুকলে কোনওক্রমে বেগ চেপে দাঁড়িয়ে থাকল সৃজন। তারপর পিকলু বাথরুমের দরজা খুললে, দুর্গন্ধে বেচারার একপ্রকার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। সৃজন আর পিকলুর এই বাথরুম যুদ্ধের বিষয়টি এখন প্রকাশ্যেও চলে এসেছে।
আরও পড়ুন-মায়ের সঙ্গে গান ধরল 'মিঠাই'-এর ‘শাক্য বাবু’, এই 'খুদে ওস্তাদ' সম্পর্কে এꦡই তথ্যগুলি জানেন?
নাহ, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, সবটাই ঘটেছে মজার ছলে। দেখুন কী কাণ্ডটাই না ঘটেছ🃏ে…
তবে পিকলু-সৃজন (ঋষভ-রুবেল)-এর এই লড়াইয়ে হেসে লুটোপুটি খাচ্ছে নেটপাড়া। এদিকে চলতি সপ্তাহে TRP-তালিকাতেও অনেককে হারিয়ে দিয়ে বেশ এগিয়ে গিয়েছে ‘নিম ফুলের মধু’। গত ২ সপ্তাহ ধরে TRP-তে একদম উপরে ছিল ‘ফুলকি’। জি বাংলারই দুই ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ আর🍎 ‘নিম ফুলের মধু’-কে হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছিল এই সিরিয়াল। তবে এবারে পাশা গেল উল্টে গেছে। ফুলকিকে (৭.৬) পিছনে ফেলল নিম ফুলের মধু পেয়েছে (৭.৮)। তবে এবার যে আইপিএলের প্রভাব পড়েছে বাংলা সিরিয়ালের টিআরপি-তা বেশ স্পষ্ট।
তবে TRP-তে ভালো ফল করার কৃতিত্ব গল্পকারদেরই দিয়েছেন রুবেল। তিনি বলেন ‘এর অধিকাংশ ক্রেডিট লেখকদের। গল্পটাই প্রধান স্তম্ভ সিরিয়ালের। আমরা তো শুধু যা লেখা থাকে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করি, দর্শকদের বেঁধে ♒রাখেন লেখকরা’।
এদিকে 'নিম ফুলের মধু'র পর্ণা-সৃজনের জুটির মতোই বাস্তবে জনপ্রিয় রুবেল-শ্বেতা জুটি। বহুদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন তাঁরা। সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে রুবেল দাস অকপটে জানান, 'শ্বেত꧂াই (অভিনেত্রী শ্বেতা ভট্টা🔯চার্য) আমার লাকি চার্ম'।