ধারাবাহিকের নাম ‘বাংলা মিডিয়াম’। ফ্যামিলি ড্রা📖মার পাশাপাশি, প্রেম-ভালোবাসা, শিক্ষা, সবই রয়েছে এই ধারাবাহিকে। আর এই ধারাবাহিকের শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তিয়াসা লেপচা। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম 'ইন্দিরা'। যেখানে তাঁর চরিত্রটিকে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান দুই-ই সামলাতে দেখা যাচ্ছে। ৫ সেপ্টেম্বর 'শিক্ষক দিবস' উপলক্ষ্যে ছোটবেলার স্মৃতিচারণায়🦂 ফিরেছেন ছোট পর্দার শিক্ষিকা 'ইন্দিরা'।
এই সময়-কে তিয়াসা বলেন, ‘ছোটবেলায় যখন কোচিং সেন্টারে প🦋ড়তে যেতাম, সেখানে শিক্ষক দিবসে দারুণ আনন্দ হত।๊ নাচ-গান, আরও কত কী হত! সেই সঙ্গে হত খাওয়া-দাওয়া। ওই স্মৃতিগুলো ভুলতে পারি না।’ তিয়াসা জানান, বাংলা মিডিয়াম ধারাবাহিকে কাজের দৌলতে তিনি শিক্ষক দিবসের আনন্দটা তাড়িয়ে তাড়িয়ে উপলব্ধি করে নিচ্ছেন। তাঁর কথায়, ‘সেটে অভিনয় করতে গিয়ে পুরনো দিনের কথা মনে পড়ে যায়। তখন সুন্দর অনুভূতি হয়।’
আরও পড়ুন-ক👍্যাটরিনার ভালোবাসা নিয়ে সংশ𒁏য় ছিল, অকপট ভিকি
আরও পড়ুন-মুক্তির 🎉আগেই বিক্রি হল ৭ লক্ষ টিকিট, বাংলাতেও নতুন রেকর্ড গড়ল শাহরুখের ‘জওয়ান’
তিয়াসা ছোটবেলার স্মৃতিতে ফিরে গিয়ে বল🍌েন, ‘ছোটবেলায় শিক্ষকদের কী উপহার দেব, সেটা নিয়ে একটা আলাদা উত্তেজনা ছিল। সেটা নিয়ে অনেক প্ল্যানিং চলত।’
অনেক ছাত্র-ছাত্রী-ই পড়াশোনা করার সময় বিপথে চলে যান, তাঁদের উদ্দেশ্যে তিয়াসার বার্তা, ছোটবেলা ছোটবেলার মতো ꦰকরেই কাটানো উচিত, বাকি কিছু করার জন্য অনেক সময় রয়েছে।