'পঞ্চায়েত', 'গুল্লাক' এবং 'কোটা ফ্যাক্টরি'-এর মতো মনে ছুঁয়ে যাওয়া সব সিরিজের পর এবার 'দ্য ভাইরাল ফিভার'(TVF) নিয়ে আসতে 💯চলেছে ভৌতিক এবং থ্রিলারধর্মী সিরিজ। টিভিএফ-এর কোম্পানির অরিজিনাল হেড শ্রেয়াংশ পান্ডে জানিয়েছেন, এগুলির পাশাপাশি এবার ছবি তৈরিরও পরিকল্পনা রয়েছে তাঁদের।
'TVF' প্রথমে একটি ইউটিউব চ্যানেল হিসেবে তাদের পথ চলা শুরু করে। সেখানেই মুক্তি পায় 'দ্য পিচার', 'কোটা ফ্যাক্টরি সিজন ১'। তারপর এইসব সিরিজগুলিকে দর্শকরা এতটা ভালোবাসা দেন যে, আসতে আসতে 'নেটফ্লিক্স', 'অ্যামাজন'-সহ বহু সব নামি-দামি স্ট্রিমিং প্ল্যাটফর্মে 'টিভিএফ'-এর নানা কাজ আসতে থাকে। এর মধ্যে অন্যতম জনপ্রিয় শো হল 'পঞ্চায়েত' গ্রামীণ জীবনের সারল্য ও রাজনীতি নিয়ে তৈরি এই সিরিজ কোভিডকালীন সময় মুক্তি পায়। গল্পের বাঁধন ও কলাকুশলীদের অভিনয়ে শুধু প্রথম সিজন নয়, পর পর ৩ টি সিজন হয় হিট। তাছাড়া মধ্যবিত্ত জীবনের গল্প নিয়ে আসা 'গুল্লাক'ও মানুষের মনে জায়গা করে নেয়🐼✅। এছাড়া রাজস্থানের কোটাতে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের গল্প নিয়ে শুরু হওয়া 'কোটা ফ্যাক্টরি' দর্শকদের পছন্দের সিরিজগুলির প্রথম সারিতে জায়গা করে নেয়।
আরও পড়ুন: কার পিঠ কত সুন্দর! অনন্ত-রাধিকা প্রাক-বিবাহের পার্টিতে আগুন ধরালে🤡ন ইশা-কিয়ারা
'টিভিএফ'-এর নতুন কী কী কাজ আসতে চলেছে
অনেকের কাছে 💙'টিভিএফ'-এর সিরিজ মানেই মনে ভালো করে দেওয়া ওষুধ। সিরিজে যতই ওঠা পড়া থাকুক, শেষে গিয়ে একটা শান্তির আশ্রয় থাকে, দেখায় আশার আলো। কিন্তু এ♔বার সেই চেনা ছক ভাঙতে চলেছে 'টিভিএফ'। এই প্রসঙ্গে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রেয়াংশ পান্ডে জানান, “মানুষকে বিনোদন দেওয়ার জন্য আমরা শো করতে থাকব। তবে এবার আর শুধু সিরিজ নয়, ছবি আনার কথাও ভাবছি আমরা। 'টিভিএফ' কন্টেন্ট স্টুডিওতে এই নিয়ে কাজও শুরু হয়েছে। আমরা অনেক হোমওয়ার্ক করছি। এবার একবারে নতুন কিছু করার কথা ভাবছি আমরা।"
তিনি আরও বলেন “গল্পের উপর জোর দিয়ে যে রকম কাজ করে এসেছি, তেমনটাই করব। ছবি💃র ক্ষেত্রেও আমরা সেই ধারাই বজায় রাখꦯার চেষ্টা করব। যেমনটা আমরা দেখিয়ে থাকি একেবারে সাধারণ একটি গল্প কিন্তু তাঁর মধ্যেই থাকে চমক, সেভাবেই পরবর্তী কাজগুলির ক্ষেত্রেও থাকবে। তবে এইসবের পাশাপাশি সাইন্স-ফিকশন, ভৌতিক ও থ্রিলারধর্মী কাজ করারও পরিকল্পনা রয়েছে। তাছাড়াও খুব শীঘ্রই 'গুল্লাক'-এর পরবর্তী সিজন নিয়ে আসার চেষ্টা করছি আমরা।"
আরও পড়ুন: ‘সাত ব🐎ছর ধরে এই চরিত্রের আত্মা আমি নিজের মধ্যে বহন করছি’: ‘ অথৈ’ প্রসঙ্গে অর্ণ মুখোপꦑাধ্যায়
তিনি 'পঞ্চায়েত' এবং 'কোটা ফ্যাক্টরি' নিয়েও নানা কথা শেয়ার করেছেন, পাশাপাশি স্পোর্টস ড্রামা 'সিক্সার'-এর নিয়েও দিয়েছেন নতুন আপডেট। তিনি বলেন, "আমরা আরও শো করব আশা করছি। আমাদের আসন্ন শোয়ের তালিক💎ায় মোট ৩৫ টি থেকে ৪০টি শো রয়েছে। কিছু কিছু শোয়ের প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে, আবার কিছু কিছু শোয়ের শ্যুটিংও ইতিমধ্যেই শুরু ℱহয়ে গিয়েছে।"
৭ জুন মুক্তি পেয়েছে 'গুল্লা'-এর নতুন সিজন, এই প্রসঙ্গে শ্রেয়াংশ বলেন, "যখন পুরানো সিরিজের নতুন সিজন আসে তখন একটা ভয় কাজ করে, চরিত্রগুলির পুরানো ছন্দ বজায় রেখে, নতুন কী দেওয়া যেতে পারে দর্শকদের সেটাই ভাবায়। যাতে তাঁরা আবার সমানভাবে ভালোবাসা🐓 দেন সিরিজটিকে। সবটা সঠিক ভাবে করার একমাত্র উপায় হল চিত্রনাট্য। সেটা লিখে বারবার করে পড়া, সকলকে শোনানো, অন্যদের ভালো লাগছে কিনা সেটা দ🅺েখা, প্রয়োজনে আবার লেখা। এতে কাজের প্রতি আত্মবিশ্বাসও বাড়ে, তাছাড়া অনেক কিছু শিখতেও পারি।"