ওভার-দ্য-টপ প্ল্যাটফর্ম বা ওটিটির সেন্সর ব্যবস্থা নিয়ে কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আএসএস-এর প্রধান মোহন ভগবত কিছু মন্তব্য করেছিলেন, আর এবার তাঁর সঙ্গে একমত পোষণ করলেন কেন্দ্রীয়🌟 মন্ত্রী প্রহ্লাদ যোশী। রবিবার তিনি এই প্রসঙ্গে কথা বলেন, মোহন ভগবতের উদ্বেগের নিয়েও নিজের মত জানান। মোহন ভগবত মূলত ওটিটির বিষয়বস্তু বা কনটেন্ট উপর 'নিয়ন্ত্রণের অভাব' নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
ওটিটিতে 'অনিয়ন্ত্রিত' বিষয়বস্তু নিয়ে উদ্বেগ বিশ্বব্যাপী। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর কাছেও এটি সমান উদ্বেগের বিষয় বলে দাবি করে মন্ত্রী। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রক ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছে। আমরা ওঁর কথার সঙ্গে সম্পূর্ণ একমত। এটি একটি বিশ্বব্▨যাপী সমস্যা। এ বিষয়ে সরকার সব সময় চিন্তা করবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। আমরা যে সমস্ত জিনিস পেয়েছি তা নিয়ে আমরা ইতিমধ্যে কাজ করছি। আমি যতদূর জানি, সরকার ইতিমধ্যে🐓 একটি পরীক্ষা করে দেখছে।'
আরও পড়ুন: পুজোয় অপরূপা অপরাজি🔯তা! কেমন কাটল অভিনেত্রীর পুজো? দ🌳েখে নিন
কী বলেছিলেন মোহন ভগবত?
শনিবার নাগপুরে বিজয়াদশমী বা দশেরার বার্ষিক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মোহন ভগবত বলেছিলেন, ওটিটি প্ল্যাটফর্মে 'অনিয়ন্ত্রিত' কনট꧙েন্টের কারণে শিশু ও যুবসমাজ 'নেতিবাচকভাবে' প্রভাবিত হচ্ছে।' তিনি অভিযোগ করেন, এ ধরনের কনটেন্ট 'বিকৃত প্রচারণা' ও 'নিম্নমানের মূল্যবোধ' ছড়াচ্ছে, তরুণদের মনে 'নেতিবাচকভাবে' প্রভাব ফღেলছে।
আরও পড়ুন: ‘💞সইফ তো আমার বন্ধু!...’ বোনের প্রেমের শুনে কী প্রতিক্রিয়া ছিল দিদি করিশ্মার?
তাঁর মতে, ‘বিভিন্ন ব্যবস্থা ও প্রতিষ্ঠান কর্তৃক ছড়ানো বিকৃত অপপ্রচার ও নিম্নমানের মূল্যবোধ ভারতের তরুণ প্রজন্মের মন, কথা ও কাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এর বিষয়বস্তু এতটাই জঘন্য যে, এটা শালীনতার সীমাও লঙ্ঘন করে যায়। আমাদের পরিবার ও সমাজকে বিকৃত ভি🎉জ্যুয়াল কনটেন্টের থেকে রক্ষা করতে গেলে আইনি নজরদারির জরুরি প্রয়োজন।'
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এ ধরনের কনটেন্ট শিশু🐻দের কাছেও সহজলভ্য হয়ে উঠছে কারণ মোবাইল ফোন এখন শিশুদের হাতেও পৌঁছ💛ে গিয়েছে।’
এই বক্তব্যের ভিডিয়ো সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ভিডিয়োটি শেয়ার করে বলেছেন, 'মোহন ভাগবতের কথা আমাদের অবশ্যই শোনা উচিত। এই সংকল্প এবং সমর্পণ দেশের প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং 'উন্নত ভারত' বাস্তবায়নে নতুন শক্তি পূরণ করবে। আজ বিজয়াদশমীর শুভমুহূর্ত উপলক্ষে মাননীয় সরসঙ্ঘচালক শ্রীমোহন ভগবꦑতজীর বক্তব্য আমাদের অবশ্যই মনে রাখা উচিত।' পাশাপাশি আরএসএস-এর শতবর্ষ🐽ে জন্য অভিনন্দনও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।