✤ স্টার জলসার অন্যতম মেগা ধারাবাহিক ছিল শ্রীময়ী। নাম ভূমিকায় ছিলেন ইন্দ্রানী হালদার, অনিন্দ্য দা, ওরফে অনিন্দ্য সেনগুপ্তর ভূমিকায় ছিলেন সুদীপ মুখোপাধ্যায় এবং জুন আন্টির ভূমিকায় ছিলেন উষসী চক্রবর্তী। এই তিন চরিত্রের মধ্যে টানাপোড়েন, সম্পর্ক নিয়ে এই গল্প এগিয়েছিল। দারুণ জনপ্রিয়তা পেয়েছিল ধারাবাহিকটি। ২০২১ সালেই শেষ হয়েছে এটি। কিন্তু হলে কী হবে, আজও দর্শকদের মনে জুন আন্টির চরিত্র অমলিন। তাঁর সেই অভিনয়, কুচুটেপনা, প্ল্যানিং প্লটিং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। আসলে কিছু কিছু ক্ষেত্রে অভিনেতার থেকে তাঁর চরিত্র বেশি জনপ্রিয় হয়ে ওঠে। এক্ষেত্রেও তাই হয়েছিল।
🤪আবারও জুন আন্টি এবং শ্রীময়ী একসঙ্গে ফিরছেন। তবে এবার অন্য প্ল্যাটফর্মে অন্য রূপে। তাঁদের একসঙ্গে ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে। তবে এই সিরিজে থাকবে না জুন আন্টি। কিন্তু সেই ফ্লেভর? মিলতেই পারে। নতুন সিরিজ আসার আগেই টিভি৯-কে দেওয়া সাক্ষাৎকারে নানা খুঁটিনাটি তথ্য জানালেন অভিনেত্রী।
🔯এর আগের বিধানসভা ভোটের সময় রাজনৈতিক প্ল্যাকার্ডে রাজনৈতিক নেতাদের সঙ্গে জুন আন্টির তুলনা টানা হয়েছিল। সেখানে বলা হয়েছিল অমিত শাহ নাকি জুন আন্টির থেকেও খারাপ। এই বিষয়ে অভিনেত্রীর কী মত? এই বিষয়ে তিনি বলেন, 'এক বছর আগে ধারাবাহিকটি শেষ হয়ে গিয়েছে। তবুও এখনও মানুষ জুন আন্টিকে মনে রেখেছেন। কিন্তু এত শুনেছি বিষয়টা নিয়ে আমার আর ভালো লাগে না। আমাকে তো অন্য পরিচয় বানাতে হবে। এটার থেকে আমাকে বেরোতে হবে।'
൩কিন্তু খলনায়িকাদের তালিকায় জুন আন্টিকে না রাখলে হয়! এত জনপ্রিয় চরিত্র যেটা। এই বিষয়ে তিনি বলেন, 'হ্যাঁ, সেটাও সত্যি। আসলে একদিকে ভালো লাগে যে আমি দর্শকদের মনে একটা অভিঘাত তৈরি করতে পেরেছি।'
🍌জুন আন্টির উপর দর্শকরা নাকি এত ক্ষেপে গিয়েছিল যে তাঁকে মারতে পর্যন্ত এসেছিল! উষসী এই বিষয়ে বলেন, 'আমার আর লীনাদির ( লীনা গঙ্গোপাধ্যায়) জুটিটা ভীষণ ভালো। এর আগে আমি সোনার হরিণে কাজ করেছিলাম। ফলে দিদি আমার ধাত জানেন। আমাকে কোন সংলাপ দিলে, আমি কী বললে সেটা বিশ্বাসযোগ্য হবে সেটা উনি জানেন। ফলে তিনি তেমনই লেখেন। আমি তাই বিশ্বাস করি জুন আন্টি লীনা দি ছাড়া হতো না। এই চরিত্রটা আমি ব্যক্তিগত ভাবে ভীষণ ফিল করেছি। ওর সেই ক্রাইসিস, একঘরে হয়ে যাওয়া, কষ্ট দুঃখ সবটাই। আমার কাছে জুন আন্টি কখনই ভিলেন হয়ে আসেনি।' তিনি আরও বলেন, 'দর্শকদের কাছে হয়তো মনে হয়েছে জুন আন্টি ভিলেন। কিন্তু আমি চরিত্রটাকে ভালবাসতাম। আর সেটাই চরিত্রে ধরা পড়েছে।'
🙈জুন আন্টির প্রসঙ্গে তাঁর কী মত? হেসে অভিনেত্রী বলেন, 'জুন আন্টি খারাপ মানুষ নন। কিন্তু ক্রাইসিসে তাঁর মাথা খারাপ হয়ে গিয়েছে। তাঁর একটি কাউন্সেলিং দরকার।' তিনি সঙ্গে আরও একটি কথা বলেন, 'অনিন্দ্যদার অবসেশন ছাড়ার সুপরামর্শ দেব।'
🧸কবে ফের ছোট পর্দায় ফিরছেন জুন আন্টি? উত্তরে অভিনেত্রী বলেন, 'এক বছরের বিরতি নিয়েছিলাম, সেটা ওভার হয়ে গিয়েছে। এবার চ্যানেল বলতে পারবে।'