গত ৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি দেন বলিউডের ছোট পর্দার অন্যতম খ্যাতনামা অভিনেত্রী ভৈরবী বৈদ্য। মৃত্যুকালে এ🌠ই বর্ষীয়ান অভিনেত্রীর বয়স হয়েছিল ৬৭ বছর। গত ৪৫ বছর ধরে তিনি এই পেশা অর্থাৎ অভিনয়ের জন্য যুক্ত। তাঁকে একাধিক হিন্দি ধারাবাহিক এবং নাটকে দেখা গিয়েছে নানা সময়ে। এছাড়াও তিনি হিন্দি সিনেমা এবং গুজরাটি ধারাবাহিকেও কাজ করেছেন।
জানা গিয়েছে ভৈরবী বৈদ্য ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত ৬ মাস ধরে তিনি এই রোগের সঙ্গে লড়াই করছিলেন। তাঁকে শেষবার দেখা গিয়েছিল নিমা ডেঞ্জংপা নামক 🤪একটি ধারাবাহিকে। এছাড়াও তিনি হাসরাতে, মহিসাগর ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছিলেন।
ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়ে অভিনেতা বাবুল ভাস্বর একটি নি𓆏উজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'ওঁর সঙ্গে আমি বহু বছর আগে এক নাটকে অভিনয় করেছিলাম। ভীষণ ভালো মনের মানুষ ছিল। ভালো মানুষ, ভালো শান্ত চরিত্র করতেই ওঁকে দেখা যেত। এমনকি উনি যদি কখনও ঝগড়া করতেন বা কাউকে বকতেন তাহলেও মনে হতো যেন মিষ্টি করে কাউকে কিছু বোঝাচ্ছেন।'
ভৈরবীর মৃত্যু🔴র পর তাঁর করা শেষ ধারাবাহি🅘ক নিমা ডেঞ্জংপার সমস্ত কলাকুশলীরা শোকপ্রকাশ করেছেন।
ভৈরবীর করা সিনেমা
কেবল ধারাবাহিক নয়, একাধিক সিনেমাতেও কাজ করেছেন তিনি। তাল ছবির মাধ্যমে তিনি বড় পর্দায় পা রেখেছিলেন। সেখানে তিনি জানকী নামক একটি চরিত্রে কাজ করেছিলেন। এই চরিত্রের জন্য দারুণ প্রশংসিতও হয়েছিলেন তিনি। এছাড়া তাঁকে সলমন খান অভিন🐽ীত চোরি চোরি চুপকে চুপকে ছবিতেও দেখা গিয়েছিল।
আরও পড়ুন: '𒈔হোক অযথা এসব কথা...' স্তব্ধ করেই না ফেরার দেশে হোক কলরবের গীতিকার রাজীব আশরাফ
গুজরাটি নাটক এবং ধারাবাহিকেও চুটিয়ে কাজ করেছেন তিনি। 🦄বাদ দেননি গুজরাটি ছবিও। এখানেও তাঁর যথেষ্ট পরিচিতি এবং নামডাক ছিল।
প্রতীক গান্ধী (ভৈরবীর সঙ্গে একটি ছবিতে কাজ করেছিলেন এই অভিনেতা) জানান, 'আমার বরাবর ওঁর কাজ ভীষ🔯ণ ভালো লাগত। খুব ভালো ব্যবহার ছিল ওঁর। ওঁকে স্টেজে পারফর্ম করতে দেখেছি যেমন, তেমনই ছোটবেলায় ওঁর ধারাবাহিকও দেখেছি। আবার বড় হয়ে কাজও করেছি। ওঁর ওই হাসিমুখটা যেন আমি ভুলতে পারছি না কিছুতেই।'