এর আগেও একাধিকবার রটেছে তাঁর মৃ⛦ত্যুর ভুয়ো খবর। তাই এবারও এই মৃত্যুর খবরটা যেন ভুয়োই হয়, মনে মনে এমনটাই প্রার্থনা করছিলেন মনোজ মিত্রের অভিনয়ের অনুরাগীরা। তবে নাহ, এবার আর খবরটা ভুয়ো নয়। হ্য়াঁ, কিংবদন্তী অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র আর নেই। ২০২৪ এর আকাশ আরও ๊এক নক্ষত্র পতনের সাক্ষী রইল।
১২ নভেম্বর মঙ্গলবার সকালে মৃত্যু𒉰 হল বর্ষীয়ান অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি রেখে গেলেন, তাঁর স্ত্রী ও কন্যাকে। এর আগে ২৩ সেপ্টেম্বর তাঁকে ভর্তি করা হয়েছিল, কলকাতারই এক বেসরকারি হাসপাতালে। মৃত্যুর সঙ্গে কার্যত লড়াই করে, ꧂পুজোর আগে বাড়ি ফেরেন তিনি। তবে শেষ রক্ষা হল না, মাসখানেকের মধ্যেই হল জীবনাবসান।
সেপ্টেম্বরে বাবার শরীরের খোঁজ দিয়ে মেয়ে ময়ূরী মিত্র জানি💫য়েছিলেন, তাঁর বাবার হার্ট এক্কেবারেই কাজ করছে না। তিনি এই মুহূর্তে ওষুধের সাপোর্টে রয়েছেন। একই সঙ্গে ময়ূরী জানিয়েছিলেন, তাঁরা মাও অসুস্থ, উনি ডিমেনশিয়ার রোগী, কথা বলতে পারেন না। তাঁর কাকাও মাত্র ২০দিন আগেই মারা গিয়েছেন। তাই এই মুহূর্তে খুবই খ🍰ারাপ পরিস্থিতির মধ্য়ে দিয়ে যাচ্ছেন তাঁরা।
ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটাল কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল 'কার্ডিওজেনিক শক'-এ রয়েছেন অভিনেতা। এছাড়া শরীরে সোডিয়াম ও পটা💙শিয়ামের মাত্রা কমে যাওয়ার রক্তচাপ খুবই কমে গিয়েছে বলে জানানো হয়েছিল। তাঁকে 'নন ইনভেসিভ ভেন্টিলেশন' দেওয়া হয়েছে বলে জানা গিয়েছিল। তবে মনোজ মিত্রকে কতটা সুস্থ করে তোলা যাবে, এদিন সেবিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি ক্যালকাটা হার্ট ক্লিনিকের ক্রিটিক্যাল কেয়ার টিমের চিকিৎসকরা।
জানানো হয়, তিনি বেশ কিছুদিন ধরেই হৃদযন্ত্রের কঠিন অসুখে ভুগছেন। সেই সঙ্গে উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস মেলাইটাস, ক্রনিক কিডনির অসুখ, সিওপিডি, ডিমেনশিয়ার মতো রোগও তাঁর ছি♉ল। এছাড়া তাঁর হার্টের কার্যক্ষমতাও বেশ কম বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। তাঁরা সবরকমভাবে চেষ্টা করলেও শেষরক্ষা হল না।
প্রসঙ্গত, প্রসঙ্গত জানা যাচ্ছে, চলতি বছরের শুরুতেই ব🌱ুকে প্রেসমেকার বসেছিল মনোজ মিত্𒁃রের। তারপর অবশ্য সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন তিনি। চলতি বছরে এই নিয়ে প্রায় ৩ বার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এবার আর বাড়ি ফেরা হল না অভিনেতার। তাঁর মৃত্যুতে চোখে জল সিনে ও নাট্যপ্রেমী বাঙালিদের।