প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি। শুক্রবার সকাল ৮টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৩ বছর। মুম্বইয়ের বাড়িতে মার🎉া যান পরিচালক। পিতৃহারা অভিনেতা আরমান কোহলি। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু বিজয় গ্রোভারꦗ পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আজই শেষকৃত্য হবে প্রয়াত পরিচালকের।
প্রয়াত রাজকুমার কোহলি
জানা গিয়েছে, সকালে স্নান করতে গিয়ে অনেক্ষণ বাথরুম থেকে বের হননি তিনি। এরপরই বাবাকে মেঝেতে পড়ে থাকতে দেখে দরজা ভেঙে ভিতরে যান ছেলে আরমান। এরপর পরিচালককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। আজ সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আরও পড়ুন: কে বলেছে সারমেয় অঙ্ক কষতে পারে না? এই লোমশ লেজ কিন্তু ভুল প্রমাণ করবে য🍷ে কাউকে
রাজকুমার কোহলির জনপ্রিয় কাজ
ডুল্লা ভাট্টি (১৯৬𓆉৬), লুটেরা (১৯৭০) সহ বেশ কয়েকটি বলিউড সিনেমা পরিচালনা করে পরিচিত পান রাজ কুমার কোহলি। নাগিন, জানি দুশমন, বদলে কি আগ, নওকার বিবি কা এবং রাজ তিলকের মতো জনপ্রিয় সিনেমা পরিচালনা করেছেন।
কীভাবে ছেꦅলে আরমানের কেরিয়ারেও হাত ছিল রাজ কুমার কোহলির?
পরিচালক রাজকুমার কোহলির ছেলে অভিনেতা আরমান কোহলি। একজন শিশু শিল্পী হিসাবে দুটি সিনেমায় অভিনয় করেছিলেন আরমান। সেই দুটি ছ🅰বিই পরিচালনা করেছিলেন রাজকুমার কোহলি- বদলে কি আগ (১৯৮২) এবং রাজ তিলক (১৯৮৪)। এরপর ১৯৮২ সালে পরিচালকের ‘বিরোধী’ সিনেমা দিয়ে প্রধান অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন আরমান। তবে বলিউডে যথেষ্ট খ্যাতি অর্জন করতে পারেননি অভিনেতা।