আর কয়েক সপ্তাহ, তারপরই বড় পর্দায় আসছেন স্যাম বাহাদুর, ভারতের প্রথম ফিল্ড মার্শাল। আর এই ছ﷽বিকে ঘিরে দর্শকদের প্রত্যাশার পারদ চড়ছে। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। মুখ্য ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশলকে। তবে জানেন কি এই চরিত্রে অভিনয় করার জন্য অভিনেতাকে কঠিন পরিশ্রম করতে হয়েছিল? হ্যাঁ, আর সেই পরিশ্রমের ছবি এবার অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন।
স্যাম বাহাদুর ছবির জন্য ভিকি কৌশলের কসরত
ভিকি কৌশল সম্প্রতি একাধিক ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে তাঁকে পর্দায় স্যাম বাহাদুর হয়ে ওঠার জন্য বাস্তবে কতটা পরিশ্রম, কসরত করতে হয়েছিল সেটাইꦆ তিনি তুলে ধরেছেন। রীতিমত কঠিন আর্মি ট্রেনিং নিয়েছেন অভিনেতা এই ছবির জন্য। তবে কেবল কাজ নয়, ভারতীয় সেনাদের সঙ্গে তাঁকে হাসি মজাও করতে দেখা যায়।
আরও পড়ুন: যুবরাজের আত্মজীবনীর স্বত্ব কিনলেন আমি💜র, তবে কি এব𒊎ার যুবির বায়োপিক আসছে?
আরও পড়ুন: ভাই লো-অ্যাঙ্গেল থেকে ছবি তুলিস না, মুখের চর্ব🌟ি দেখা যায়! ফটোগ্র🎀াফারদের হাসালেন রণবীর
এদিন ভিকি এই ছবি ভিডিয়ো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমি অবশ্যই বলব যে ৬ শিখ রে🅷জিমেন্ট থেকে আমি দ💯ারুণ অভ্যর্থনা পেয়েছিলাম যখন আমি দিল্লি গিয়ে স্যাম বাহাদুর ছবির ট্রেলার লঞ্চ করেছিলাম।'
কী কী করেছেন অভিনেতা পর্দায় এই চরিত্র ফুটিয়ে তোলার জন্য?
ভারতীয় সেনারা যেভাবে মাটির মধ্যে দিয়ে হামা দিয়ে এগোয় সেভাবে ভিকিকে কসরত করতে দেখা যায়। এমনকি জ্বলন্ত জায়গার উপর দিয়ে কী করে লাফিয়ে পার হতে হবে সেটাও তাঁকে൩ করতে দেখা যায়। বাদ যায় না দূরবীন দি𒐪য়ে দূরের জিনিস পর্যবেক্ষণ করতে। শেষ ছবিতে তাঁকে অফিসারদের সঙ্গে কথা বলতে দেখা যায়।
তবে এটাই প্রথমবার নয় যখন ভিকি কৌশল ভারতীয় সেনার চরিত্রে অভিনয় করছেন। এর আগে তাঁকে উড়ি দ্য সার্জিক🉐্যাল স্ট্রাইক ছবিতে দেখা গিয়েছিল। একবার অভিনেতা তাঁর এই ধরনের ছবিগুলোর প্রসঙ্গে বলেছিলেন, 'আমার এই ছবিগুলোর সব থেকে বড় পাওয়া তখনই হয় যখন সেটা ভারতীয় সেনার ভালো লাগে। তাঁরা প্রশংসা করেন। আর এই ছবিগুলোতে যখন আমি ইউনিফর্ম পরে অভিনয় করি তখন একটা আলাদা অনুভুতি কাজ করে।'