এক বছরের মধ্যে দ্বিতীয়বার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। ২০২২ সালের ১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল বিবেক আগ্নিহꦑোত্রী পরিচালিত ছবি। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল এই ছবি। পরিচালক বিব🌳েক টুইট করে জানিয়েছেন, আগামী ১৯ জানুয়ারি ফের একবার সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি।
টুইট✃ে বিবেক আগ্নিহোত্রী লেখেন, 'ঘোষণা- আগামী ১৯ জানুয়ারি ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'দ্য কাশ্মীর ফাইলস'। কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার দিবস। এটাই প্রথমবার যেখা♏নে কোনও ছবি পর-পর দু বছরে দুবার মুক্তি পাচ্ছে। যাঁরা এখনও বড় পর্দায় ছবিটি দেখেননি, তাঁরা এখনই টিকিট বুকিং করুন।'
পরিচালকের দাবি, ইতিহাসে প্রথম এক বছরের ব্যবধানের মধ্যে দু’বার মুক্তি পেতে চলেছে কোনও ♎সিনেমা। হিন্দু কাশ্মী𒆙রিদের গণহত্যার দিনই ফের প্রেক্ষাগৃহে দর্শকদের জন্য মুক্তি পাবে 'দ্য কাশ্মীর ফাইলস'। প্রসঙ্গত, ৩৩ বছর আগে ১৯ জানুয়ারি ঘরছাড়া হয়েছিলেন হাজার হাজার কাশ্মীরি পণ্ডিত। সেই দিনটি প্রত্যেক দেশবাসীকে মনে করিয়ে, তাঁদের সম্মান জানাতেই ফের প্রেক্ষাগৃহে আসছে ‘দ্য কাশ্মীর ফাইলস’।
নব্বইয়ের দশকে কাশ্মীরি হিন্দুদের গণহত্যার কথা স্মরণ করিয়ে দেয় বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি। অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার এবং পল্লবী জোশী প্রমুখ। আরও পড়ুন: ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ, প্রয়াত ‘একেনবাবু’ চরিত্রের স্রষ্টা সুজন দাশগুপ্ত