মেট্রোয় জন্মদিন পালন করে গ্রেফতার হয়েছিলেন ইউটিউবার গৌরব তানেজা। ত꧑ার কয়েক ঘণ্টার মধ্যেই যদিও জামিন পেয়ে যান তিনি।
বিশেষ দিন উদযাপন করতে নয়ডার সেক্টর ১৫ মেট্রো স্টেশনে অনুরাগীদের জড়ো করছিলেন গৌরব ওরফে 'ফ্লায়♛িং বিস্ট'। এত মানুষের ভিড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেখানে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে মধ্যস্থতা করতে হয়। একাধিক ধারায় মামলা দায়ের হয় 🉐গৌরবের বিরুদ্ধে। তাকে হেফাজতে নেয় পুলিশ।
ইউটিউবে গৌরবের লাখ লাখ সাবস্ক্রাইব🃏ার। ফ্লায়িং বিস্ট, ফিট মাসল টিভি, রাশভারী কে পাপা- এই তিনিটি চ্যানেল রয়েছে তাঁর। সেখানে মূলতঃ শরীর চর্চা, লাইফস্টাল সংক্রান্ত নানা ভিডিয়ো পোস্ট করেন তিনি। থাকে প্রাত্যহিক ভ্লগ।
জীবনের বিশেষ দিনে 🌼অনুরাগীদের সঙ্গে কাটাতে চেয়েছিলেন। মেট্রোর একটি কোচও নাকি বুক করেছিলেন এই ইউটিউবার। তাঁর স্ত্রী ঋতু রাঠী একটি ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছিলেন, যাত্রী সংখ্যার ক্ষেত্রে নয়ডা মেট্রো যে নিয়ম ধার্য করেছে, তা মেনেই অনুষ্ঠানটি করবেন তাঁরা। কিন্তু দেখা করবেন সকলের সঙ্গেই। এর পর যদিও জানানো হয়, 'ব্যক্তিগত কারণ'-এর জন্য এই পরিকল্পনা বাতিল হয়ে গিয়েছে।
আইআইটি খড়্গপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছেন বরুণ। আপাতত দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়া𒅌শোনা করেছেন সকলে।