সিনেমার জগতে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ সাড়া ফেলেছে। ১🔯০০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটিতে কোনও CGI ব্যবহার করে পারমাণবিক বিস্ফোরণ দেখানো হয়েছে। তবে ছবির মতো CG🌃I ব্যবহার ছাড়াই পারমাণবিক বিস্ফোরণকে পুনরায় তৈরি করে দর্শকদের চমকে দিয়েছেন একদল শিল্পী। এই কৃতিত্বটি সূক্ষ্ম পরীক্ষা-নিরীক্ষা এবং কঠোর পরীক্ষার সংমিশ্রণের মাধ্যমে অর্জন করা।
ওপেনহেইমারে দেখানো পারমাণবিক বিস্ফোরণের দৃশ্য আবার তৈরি করেছে একদল শিল্পী। উইলিয়াম এইচ বেকার নামে এক ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রতিভাবান ব্যক্তিদের গোষ্ঠী গৃহস্থালির জিনিসপত্র ব্যবহার করে সেই একই প্রভাব তৈরি করেছে। এটি এক্স (টুইটার)-এও ভাইরাল হয়েছে। আরও পড়ুন: দেখতে হুবহু সুশান্ত সিং রাজপুতের মতো! আসলে কে ইনি
ক্যাপশনে লেখা, ‘আমরা ওপেনহাইমার থেকে ক্রিস্টোফার নোলানের পারমাণবিক বিস্ফোরণকে জিরো সিজিআই, ওপেনহাইমারের কিছু অন্যান্য প্রভাব দেখে পুনরায় তৈরি করেছি। ওপেনহাইমারের ১০০ মিলিয়ন ডলার বাজেটের সঙ্গে এটাও সম্ভব কিনা আমাদের কোনও ধা♉রণা নেই। প্রচুর পরীক্ষা-নিরীক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে, আশ্চর্যজনক ভাবে🃏 ভিএফএক্স-এর সাহায্য় ছাড়াই ওপেনহাইমারে ব্যবহৃত প্রভাব পুনরায় তৈরি করতে পেরেছি। এখনও বিশ্বাস হচ্ছে না, এটা করেছি আমরা’।
দেখুন-