১৫ অগস্ট, ১৯৪৭। দীর্ঘ লড়াই, সংগ্রামের পরে দেশে স্বাধীনতা এল। শুরু হল নতুন অধ্যায়। যার বিস্তারিত বর্ণনা মেলে 𓆏ইতিহাসের পাতায়, নানা গল্পে, ছবিতে। সেই দিনটির স্মৃতি আজও অমলিন অভিনেত্রী লিলি চক্রবর্তীর মনে। স্বাধীন ভারতের প্রথম সূর্যোদয় দেখেছিলেন বিস্ময় ভরা চোখে। এত উচ্ছ্বাস, এত আনন্দꦕ! সবই যেন রূপকথা।
দেশ যখন স্বাধীন হল, তখন তাঁর বয়স বছর ছয়েক। ছোট্ট সেই মেয়ের কাছে 'স্বাধীনতা'র অর্থ নেহাতই অজানা। লিলি বললেন, 'তখন আমি খুবই ছোট। মনে আছে, বাড়ির সকলে খুব আনন্দ করছিল। বলছিল, 'আমাদের দেশটা অবশেষে স্বাধীন হল'। সবার মধ্যে অদ্ভুত একটা স্বস্তি দেখেছিলাম। কিন্তু আমি সে সব কিছুই বুঝতে পারিনি তখন।'(আরও পড়ুন: ‘ভিড়ে হারিয়ে গেল ছাতা, আর হারিয়ে গেল দেশ’, মনোজ মিত্র)
লিলির জন্ম বাংলাদেশের ঢাকায়। ১৯৪৬ সালে পরিবারের সঙ্গে কলকাতায় চলে আসেন তিনি। কিন্তু নতুন শহরে নানা অসুবিধার মুখে পড়তে হচ্ছিল তাঁদের। তখন মা এবং ভাইবোনদের সঙ্গে মধ্যপ্রদেশে বড় মামার কাছে চলে যান অভিনেত্রী। তাঁর কথায়, '১৯৪৭ সালে যখন দেশ স্বাধীন হল, তখন আমি বড় মামার বাড়িতেই ছিলাম। পরে এই দিনটার অনেক গল্প শুনেছি। নতুন করে অনেক কিছু বুঝতে পেরেছি। কিন্তু সে দিন সকলের উচ্ছ্বাস নিজের চোখে দেখেছিলাম। কত হইহই, খাওয়াদাওয়া! সে দিন সকলের বাড়িতেই কিছু না কিছু ভালো রান্না হয়েছিল।'(আরও পড়ুন: একবারে এই চেহারা নেয়নি জাতীয় পতাকা, জেনে নিন তেরঙার ইতিহাস)