Red Ant Repellent: গরম পড়তেই বাড়িতে লাল পিঁপড়ের উৎপাত? নিজের শরীরের ক্ষতি না করে তাড়াবেন কীভাবে Updated: 02 May 2024, 04:09 PM IST Suman Roy Share Red Ant Natural Repellent: গরম পড়তেই লালা পিঁপড়ের উৎপাত শুরু? বিদায় করবেন কীভাবে? 1/8গরম পড়তেই বাড়িতে লাল পিঁপড়ের উৎপাত শুরু হয়ে গিয়েছে? এটি খুবই স্বাভাবিক একটি ঘটনা। কারণ গরমকালে পিঁপড়ে খাবারের সন্ধান করে বেরায়। আর এই সময়ে ওদের কামড়ের মুখে পড়তে হয় আমাদের। এর থেকে মুক্তির উপায় কী? 2/8পিঁপড়ে তাড়ানোর জন্য হরেক রাসায়নিক বাজারে পাওয়া যায়। কিন্তু এর মধ্যে অনেকগুলি আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো নয়। তবে এমন কিছু ঘরোয়া উপাদান রয়েছে, যেগুলি দিয়ে সহজেই পিঁপড়ে তাড়ানো যায়। দেখে নিন, সেগুলি কী কী। 3/8লেবুর রস: লেবুর রস এবং জল দিয়ে পিঁপড়ে থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এক ভাগ লেবুর রস তিন ভাগ জলের সঙ্গে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে সমাধান তৈরি করুন। আপনি যদি চান, আপনি এটি আপনার বাড়ির চারপাশে এবং কোণে ছিটিয়ে দিতে পারেন। এতে পালাবে পিঁপড়ে। 4/8সাদা ভিনিগার: পিঁপড়েরা ভিনিগারের গন্ধ একদম পছন্দ করে না। জলের সঙ্গে ভিনিগার ব্যবহার করে কীটনাশক তৈরি করতে পারেন। একটি স্প্রে বোতলে অর্ধেক জল এবং অর্ধেক সাদা ভিনিগারের দ্রবণ রাখুন। এবার পিঁপড়ার গায়ে স্প্রে করুন। এতে পিঁপড়ে পালাবে। 5/8বোরিক অ্যাসিড: এই বোরিক অ্যাসিড পিঁপড়ের জন্য খুবই সমস্যার। এটি খেলে পিঁপড়ে মারা যায়। যেখানে পিঁপড়ে বেশি দেখা যায়, সেই জায়গায় ছিটিয়ে দিতে পারেন। আপনি চাইলে বোরিক অ্যাসিড চিনির ফাঁদও তৈরি করতে পারেন। চিনির সিরাপের সঙ্গে বোরিক অ্যাসিড মিশিয়ে কার্ডবোর্ডে ঢেলে দিন। এতে পিঁপড়ের থেকে নিষ্কৃতি পাবেন। 6/8বাসন ধোয়া সাবান: এক ভাগ ডিশ সাবান এবং দুই ভাগ জলের মিশ্রণ দিয়ে একটি বোতলে ভর্তি করুন। যখনই আপনি পিঁপড়ের ঝাঁক দেখতে পাবেন, তখনই স্প্রে করে দিন। সঙ্গে সঙ্গে চলে যাবে। ওই চত্বরে আর ফিরে আসবে না। 7/8লাল লঙ্কা, দারুচিনি ও লেবুর খোসা: পিঁপড়ের যাতায়াতের পথে লাল লঙ্কা, দারুচিনি ও লেবুর খোসা রাখুন। এগুলি ছাড়াও এক কাপ জলে ১০ ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশান এবং এই দ্রবণটি বাড়ির ভিতরে এবং বাইরে স্প্রে করুন। পিঁপড়ে অদৃশ্য হয়ে যাবে। 8/8ফুটো-ফাট বন্ধ করুন: বাড়ির নানা জায়গায় ফুটো-ফাটা থাকলে সেখানে পিঁপড়ের বাসা হয়। তাই বাড়ির এই সব ফুটো-ফাটা বন্ধ করে দিন। এতে পিঁপড়ের উৎপাত বন্ধ হবে। পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি