মৃত্যু বলে আসে না। সুস্থ-সবল জীবনটা যে কখন অসুস্থ হয়ে যাবে, জানাই য🔜ায় না। ঠিক যেমনটা হল ৮৫ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রাণ হাতে চলে আসে তাঁর। আচমকা এসে আক্রমণ করে ষাঁড়। শিংয়ের ধাক্কায় আছাড় মারে ওই বৃদ্ধকে। ভিডিয়োটি দেখে আতঁকে উঠেছেন নেটিজেনরা।
আরও পড়ুন: (Durga Puja: উৎসবে কি ফিরছেন বাঙালিরা? দুর্গাপুজো🦩র এক মাস আগে কী বলছেন পোশাক বিক্রেতারা)
ভাইরাল ভিডিয়োটিতে কী দেখা গিয়েছে
মিরাটের গঙ্গানগর থানা এলাকায় ঘটেছে ঘটনাটি। গঙ্গানগর থানার রাজেন্দ্রপুরমে, যে বৃদ্ধের সঙ্গে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, তাঁর নাম কিরপাল সিং। বৃদ্ধ কিরপাল সিং গঙ্গানগর বি-ব্লকের বাসিন্দা। তাঁর ছেলের ইলেক্ট্রনিক্সের দোকান রাজেন্দ্রপুরম মে𝄹ইন মার্কেটে। তাই কিরপাল সিং প্রতিদিন সকাল-সন্ধ্যা ওই রাস্তা দিয়েই হেঁটে যান। এদিনও ওই বৃদ্ধ রাস্তার ধার দিয়ে ধীরে সুস্থেই হেঁটে যাচ্ছিলেন। ভিডিয়োটিতেই দেখা গিয়েছে যে হঠাৎই ফুটপাত থেকে আচমকা এগিয়ে আসে একটি ষাঁড়। শিং উঁচিয়ে কিরপাল সিংকে আক্রমণ করে সে। শিং দিয়ে ওই বৃদ্ধকে তুলে নিয়ে রাস্তায় ফেলে দেয়। কী হচ্ছে বুঝে ওঠার আগেই ঘটে যায় খারাপ ঘটনাটি।
কিরপাল সিংয়ের উপর ষাঁড়ের আক্রমণের ঘটনাটি একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এই ফুটেজ। জানা গিয়েছে এ ঘটনায় মাথায় এবং পেটে গুরুতর আঘাত হয়েছেন বৃদ্ধ কিরপাল সিং। তাঁর পেট ফেটে অন্ত্র বেরিয🐠়ে এসেছিল। 💦যদিও আশেপাশের দোকানদাররা অবিলম্বে কৃপাল সিংকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। হাসপাতালেই তাঁর অপারেশন করা হয়। আজ তক সূত্রে জানা গিয়েছে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন মন্ত্রী দিনেশ খটিক-এর বাড়ির কাছে ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন: (Beauty Tipღs: সামনেই বিয়ে? ঝকঝকে ত্বক পেত🐻ে মেনে চলুন এই ৯টি টিপস)
এ ফুটেজ দেখে, রীতিমত রেগে গিয়েছেন উত্তরপ্রদেশের মানুষ। একজন লিখেছেন, শহরে ক্রমবর্ধমান বিপথগামী পশু মানুষের মাথাব্যথা ও জীবনের জন্য হুমকি হয়ে উঠছে। শুধু প্রধান সড়কই নয়, প্রত♏িটি রাস্তা-ঘাটেই বিপথগামী পশুর আতঙ্কে পথ হাঁটছেন মানুষ। সরকার কেন, কিছু করছে না। জানি না।