বাংলা নিউজ > টুকিটাকি > পাঁচ টাকার জন্য মহিলার সঙ্গে ঝগড়া ক্যাব চালকের, ভাইরাল ভিডিয়ো
বাকবিতণ্ডা শুরু হয়েছিল ভাড়া দেওয়া নিয়ে। মোবাইলে একরকম ভাড়া দেখাচ্ছে। আর চ🐎ালক চাইছেন একরকম ভাড়া। এই নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন গাড়ির চালক। গোটা ঘটনা গড়াল অভব্য আচরণের দিকে। ওই ক্যাবের ভিডিয়ো ইদানীং ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তাতে এক মহিলা যাত্রীকে কুকথা বলতে দেখা যায় ড্রাইভারকে। গোটা ঘটনাটির ভিডিয়ো করে তা ইন্সটাগ্রামে পোস্ট করা হয়। এর পরেই ঝড়ের গতিতে ভ🤪াইরাল হতে থাকে ভিডিয়োটি।
ঠিক কী ঘটেছিল?
ইনড্রাই🌳ভার নামের একটি অ্যাপ থেকে দরদাম করে ক্যাব বুক করা যায়। সেভাবেই ক্যাব বুক করেছিলেন এক মহিলা যাত্রী। তিনি গাড়িতে ওঠার পর তাঁকে ড্রাইভার বলেন পাঁচ টাকা বেশি দিতে হবে। বুকিংয়ের সময় তাঁকে দেখানো হয়েছিল ৯৫ টাকা। অথচ ক্যাব চালক তাঁর কাছ থেকে ১০০ টাকা চান। বিতর্ক শুরু এই নিয়েই। এই সময় পরিস্থিতি বেগতিক দেখে ভিডিয়ো করতে শুরু করেন ওই মহিলা।(আরও পড়ুন: স্🦂যানিটারি ন্যাপকিন প্রণামী দেওয়া যাবে ভোপালের এই মন্দিরে! কেন এই সিদ্ধান্ত)
মেজাজ হারিয়ে খারাপ কথা বলল চালক
ভিডিয়োর শুরুতেই দেখা যায়, নিজের আসন থেকে পিছন দিকে ফিরে চালক কুকথা বলছেন মহিলাকে। দুজনকেই ওই সময় উত্তপ্ত অবস্থায় কথা বলতে দেখা যায়। মহিলা প্রশ্ন করতে থাকেন, কেন তিনি বেশি টাকা দেবেন। আবার, অন্যদিকে ড্রাইভার বলতে থাকেন, টাকা দিতেই হবে। ভিডিয়ো রেকর্ডিং হচ্ছে দেখে তিনি পাঁচ 💛টাকার জন্য নানা কারণ দেখাতে শুরু করেন। বলেন, তাঁকে বেশি রাস্তা ঘুরে গন্তব্যে আসতে হয়েছে। এর পর আঙুল তুলে গায়ের জোরে টাকা দিতে হবে বলেন ওই চালক। একইসঙ্গে ঘটনাটির প্রতিবাদ করতে থাকেন ওই মহিলা। তিনি প্রশ্ন জারি রাখেন। মোবাইলে যখন ৯৫ টাকা দেখানো হয়েছে, তখনই তিনি বুক করেছেন। কেন তিনি বেশি টাকা দেবেন সেই প্রশ্নই বারবার করে যেতে থাকেন।(আরও পড়ুন: বিশ্বের প্রথ♐ম কৃত্রিম বুদ্ধিমত্তা আইন! জারি করল ইউরোপিয়ান ইউনিয়ন)