ক্যানসারের চিকিৎসার খরচ বহু সময়েই রোগীর পরিবারের সাধ্যের বাইরে চলে যা꧑য়। অনেকেই চিকিৎসার খরচ বহন করতে না পেরে মাঝপথে হাল ছেড়ে দিতে বাধ্য হন। কেউবা আমেরিকায় ক্যানসারের উন্নততর চিকিৎসার পথে হাঁটেন।
তবে এবার ক্যানসারের চিকিৎসায় অনেকটাই স্বস্তির হাওয়া। ভারতে যে সমস্ত ক্যানসার রোগীর সেল থেরাপির প্রয়োজন পড়ে, তাঁদের চিকিৎসার খরচে কমতি আসতে পারে। কারণ ভারতের বহু স্টার্ট আপ ফার্মাকিউটিক্যাল সংস্থাগুলি সেল থেরাপি চিকিৎসা নতুন অফার আনছে। যাতে রয়েছে খরচের কাটছাঁট। বিজনেস স্ট্যান্ডার্ডের খবর অনুযায়ী, কিরণ মজুমদার শ ও অঙ্কোলজিস্ট সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের যৌথ উদ্যোগে একটি থেরাপির চিকিৎসার অফার। এছাড়াও এই চিকিৎসায় আইআইটি বম্বে, ডক্টর রেড্ডিস ও চিনা সংস্থা শেনজেন প্রিজেন বায়োফার্মা এই ইস্যুতে পদক্ষেপ করেছে। ফলে একাধিক সংস্থার তরফে আগামী দুই বছরের মধ্যে সেল থেরাপির খরচ কমতে চলেছে। ওয়ার্ক ফ্রম হোম খুব শিগগির 'আইনত অধিকার' হতে চলেছে এই দেশ✨টিতဣে
উল্লে🔜খ্য, ব্লাড ক্যানসার আক্রান্তদের এই সেল থেরাপির প্রয়োজন পড়ে। CAR T সেল থেরাপি এক্ষেত্রে প্রযোজ্য হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে এই থেরাপির খরচ ৮ থেকে ৯ লাখ মার্কিন ডলার। যা ভারতীয় অর্থে ৬ থেকে ৭ কোটি টাকা। উল্লেখ্য, ভারতে প্রতি বছর বহু মিলিয়ন ক্যানসারের কেস উঠে আসে। সেখানে চিকিৎসার খরচ যোগাতে না পেরে অনেকেই লড়াইয়ে হার মেনে নেন। তবে এবার সেল থেরাপির খরচ কমে যাওয়ায় সেই লড়াই জেতা আরও সহজ হতে পারে বলে মনে করা হচ্ছে।