আর পাঁচটা বছরের মত এই বছর পুজোর আনন্দে মেতে উঠতে পারছেন না কেউই। শরতের আকাশে সাদা মেঘের ভেলা দেখেও যেন মন আনন্দে মেতে উঠছে💃 না। দোকান বাজারে দেখা যাচ্ছে না সেই ভিড়। পুজোর আগে এই অস্থির সময়ে প্রিয়জনের মন ভালো করার জন্য এখনই তাঁদের পাঠিয়ে দিন শারদীয়ার শুভেচ্ছা।
শারদীয়ার শুভেচ্ছাবার্তা
১) সমস্ত দুঃখ কেটে যাক, বিন🔯াশ হোক অশুভ শক্তির। তোমাকে জানাই শারদীয়ার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা।
২) মাতৃ পক্ষ শুরু হওয়ার সাথে সাথে যেন হয়ে যায় সমস্ত দুঃখ ক𝓡ষ্টের বিনাশ। মা দেবী দুর্গা সকলকে উদ্ধার করবেন এই কঠিন সময় থেকে, এই আশায় বুকে রেখে তোমাকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা।
(আরও পড়ুন: সফ্টওয়্যার ডেভেলপারের ꦐচাকরি হারিয়ে Swiggy ডেলিভারি বয়! কীভাবে কাটছ🍰ে দিন)
৩🅘) দেবী দুর্গার আশীর্বাদে হয়ে উঠুক সবকিছু মঙ্গলময়, তোমাকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা।
৪) দুর্গা পুজোর দিনগুলিতে কেটে যাক সমস্ত কালিমা, মানুষ মেতে উঠুক আনন্দে। অপরাধীরা শাস্তি পাক, এই কামনাই করি দুর্গা 🔜পুজোর প্রাক্কালে। তুমি এবং তোমার পরিবারের সকলে ভালো থাকুক এই কামনার সঙ্গে তোমাকে জানাই দুর্গাপুজোর শুভেচ্ছা।
৫) নিরাপদে থাকুন এবং নিরাপদে রাখুন সকলকে। এই অস্থিরౠ সময়ে মনকে রাখুন💧 শান্ত। আপনাকে জানাই শারদীয়ার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা।
(আরও পড়ুন: এই অস্থির🦩 সময়ে মা দুর্গার উপর ভরসা রাখুন, এখন থেকেই প্রিয়জনদের পাঠান শারদীয়ার শুভেচ্ছা)
৬) মহালয়ার দিন পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হয়ে যায় মাতৃ পক্ষ। মাতৃ পক্ষ শুরু হওয়ার সাথে সাথে দেবী দুর্গার আশীর্বাদে সবকিছু যেন হয় মঙ্গলময়। তোমাকে এবং♏ তোমার গোটা পরিবারকে জানাই শুভ শারদীয়ার আগাম🔯 শুভেচ্ছা।
৭) চারিদিকে অস্থির মুহূর্তের মধ্যেও যেন সকলের মুখে হাসি থাকে অমলিন, সব🐎াই যেন থাকে সুস্থ। তোমাকে এবং তোমার গোটা পরিবারকে জানাই শারদীয়া♚র প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা।