Chill Guy in Cryptocurrency: সোশ্যাল মিডিয়া যারা করেন, তারা সকলেই হয়ত 'চিল গাই' মিম দেখেছেন। একেবারে সোশ্যাল মিডিয়া না করলে আলাদা কথা। ধূসর সোয়েটার, রোলড-আপ ব্লু জিন্স এবং লাল স্নিকার্স পরা অ্যানামরফিক ব্রাউন কুকুরটি ইন্টারনেটে আসার পর থেকেই ঝড় তুলেছিল। মিমটি বর্তমানে ক্রিপ্টোকারেন্সির বাজারেও আধিপত্য বিস্তার করছে। একটি ক্রিপ্টোর টোকেন হিসেবেও ব্যবহৃত হচ্ছে এটি। ফিলিপ ব্যাঙ্কস 'চিল গাই' মিমটির আর্টিস্ট। ক্রিপ্টোসংযোগের পর থেকেই তিনি নারাজ। সম্প্রতি সংবাদমাধ্যমকে তিনি বলেন, এবারে তিনি এর কপিরাইট দাবি করবেন। কারণ তিনি চান না, তাঁর কাজ ক্রিপ্টোতে ব্য়বহৃত হোক। সংবাদমাধ্যমকে তিনি বলেন♈, ‘আমি কখনই আমার শিল্পকে ক্রিপ্টো-সম্পর্কিত কিছুর জন্য ব্যবহার করার অনুমতি দেব না’
আরও পড়ুন - ইচ্ছে থাকলেই উপা꧙য় ꧂হয়! ইউটিউব থেকে পড়ে পুলিশের চাকরি পেলেন UP-র ২৬ জন
হু ইজ 'চিল গাই'
'চিল গাই' একটি ধূসর সোয়েটার, রোলড-আপ ব্লু জিন্স এবং লাল স্🌜নিকার্স পরা একটি অ্যানামরফিক বাদামী কুকুর। শীতল কুকুরটির মুখে একটি মিচকি হাসি রয়েছে। তার সামনের পা দুটো সাবধানে পকেটের ভিতরে ঢোকানো রয়েছে। লম্বা গোলাকার মুখ ও নজরকাড়া চাহনির জন্য়ই ♔নেটিজেনদের মধ্যে 'চিল গাই' সারা ফেলেছে।
কী বলছেন শিল্পী
ফিলিপ ব্যাঙ্কস 'চিল গাই' মিমের শিল্পী। সংবাদমাধ্যমকে তিনি বলেন ২০২৩-এ ৪ অক্টোবর তিনি প্রথম ছবিটি পোস্ট করেছিলেন। 'চিল গাই'-এর রিলের ꧙ক্যাপশনে এই সম্পর্কে কয়েকটি লাইন লেখা ছিল — ‘আমার নতুন চরিত্র। তার পুরো ব্যাপারটি হল তিনি সেই শিশু লোক যে লোককে সমস্যায় ফেলে না।’আরও পড়ুন - ৪ ব্যায়ামের কামাল, ওজন কমল ২০ কেজি! মেদ ঝরানোর মন🅠্ত্র দিল ইনস্টা সেলেব