Covid 19: ঘরে ঘরে জ্বর! নতুন কোভিডে আক্রান্ত হচ্ছেন কি? কোন কোন উপসর্গ দেখে বুঝবেন Updated: 10 Nov 2023, 09:30 AM IST Anulekha Kar Share Covid 19: মাথা চারা দিচ্ছে কোভিড! এক্ষেত্রে নতুন কোভিডে আক্রান্ত হলে উপসর্গ কী কী? জেনে নিন 1/6 ফের মাথা চারা দিচ্ছে কোভিড। নতুন ভ্যারিয়েন্টের লক্ষণ কিন্তু একেবারেই আলাদা। ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। যাদের বুস্টার নেওয়া আছে তারাও আক্রান্ত হতে পারেন এই নতুন ভ্যারিয়েন্টে এমনই জানিয়েছেন চিকিৎসকরা। এক্ষেত্রে নতুন কোভিডের লক্ষণ কী কী জেনে নিন- (Freepik) 2/6আগের মতোই কোভিডে আক্রান্ত হলে গলা ব্যথা হতে পারে। নতুন ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও এই লক্ষণটি দেখা যেতে পারে। ঢোক গিলতে গেলে ব্যথা অনুভব হতে পারে কোভিডে আক্রান্ত হলে। (Freepik) 3/6নাক থেকে জল পড়া ও নাক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে নতুন কোভিডে আক্রান্ত হলে। নিশ্বাস নিতে সমস্যা হতে পারে এই নতুন ভ্যারিয়েন্ট আক্রমণ করলে। (Freepik) 4/6সমানে হাঁচি হতে পারে এই ভাইরাসে আক্রান্ত হলে। বেশিরভাগ ক্ষেত্রেই হাঁচি বন্ধ হবে না। কফের সমস্যাও থাকবে। এক্ষেত্রে কফের জন্য বুকে চাপ অনুভূত হতে পারে। (Freepik) 5/6নতুন কোভিডে আক্রান্তের প্রধান ও অন্যতম লক্ষণ হল দূর্বলতা। এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে কিছুতেই দূর্বলতা দূর করা যায় না। শরীরে মারাত্মক ক্লান্তি নেমে আসে। (Freepik) 6/6নতুন কোভিড ভাইরাসের আক্রমণে গা, হাতে, পায়ে যন্ত্রণাও দেখা দিতে পারে। জয়েন্ট পেইন দেখা দিতে পারে শরীরের বিভিন্ন অংশে। মাথা যন্ত্রণাও এই রোগের একটি প্রধান লক্ষণ। (Freepik) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি