ক্রমশ বাড়ছে মোখা নিয়ে আতঙ্ক। জারি হয়েছে সতর্কতা। আগামী কয়েক দিনে🥂 মধ্যেই এশে পড়তে পারে ঘূর্ণিঝড় মোখা।
একদিকে যেমন এই ঝড় নিয়ে আতঙ্ক রয়েছে, তেমনই সোশ্যাল মিডিয়ায় এর নাম নিয়ে চ๊লছে নানা ধরনের রঙ্গরসিকতা। কেউ বলছেন, এর নাম মোকা, কেউ বলছেন মোচা। কিন্তু এই নাম♚ের উৎস আসলে কী? সে সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। কীভাবে ঘূর্ণিঝড়টি মোখা নাম পেল? জেনে নিন।
(আরও পড়ুন: আজ তৈরি হবে ঘূর্ণাবর্ত, ৫ দিনের জন্য 𒈔জারি সতর্কতা, ঘূর্ণিঝড় মোখা নিয়ে রইল আপডেট)
(আরও পড়ুন: অতি ভারী বৃষ্টি, ঘণ൲ꩵ্টায় ৭০ কিমিতে ঝড়- ঘূর্ণিঝড় ‘মোখা’-র আশঙ্কায় জারি সতর্কতা)
শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্🌄গোপসাগরের ওপরে ঘূর্ণাবর্তটি তৈরি হতে চলেছে বলেই জানা গিয়েছে। আগামিকাল রবিবার সেই অঞ্চলে তৈরি হবে একটি নিম্নচাপ। এরপর সোমবার সেই নিম্নচাপটি পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। এরপর মঙ্গলবার এটিই ঘূর্ণিঝড়𒅌ে পরিণত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। কিন্তু কীভাবে মোখা নামকরণ হয়েছে এটির?
ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন/ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এ🦩শিয়া অ্যান্ড প্যাসিফিকের (WMO/ESCAP) তথ্য অনুযায়ী,&nb🧸sp;এই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ইয়েমেন। সেই দেশের বিখ্যাত শহর মোখার নাম থেকেই রাখা হয়েছে এই ঘূর্ণিঝড়ের নাম।
(আরও পড়ুন: মঙ্গলবার তৈরি হতে পারে ♋ঘূর্ণিঝড় ‘মোখা’, আমফানের মতোই কি বিধ্বংসী হবে?)
(আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের আগে আমূল পরিবর্তন হবে আব💞হাওয়ার, আগামী কয়ꦜেকদিন বাংলায় বৃষ্টি হবে?)
মোখা এমনিতেই বেশ পরিচিত একটি শহর। সারা বিশ্বের কাছে এই শহরের পরিচিতি তার কফির জন্য। কফির উৎপাদন এবং সারা বিশ্বে সরবরাহের ক🎉াজ 💧করা হয় এই শহর থেকে। এটির নামেই নামকরণ হয়েছে ঘূর্ণিঝ়ড়ের।
আমফানের মতোই কি মোখা বিধ্বংসী হতে পারে? হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আপাতত সেই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা উচিত হবে না। কারণ এখনই নিম্নচাপ তৈরি হয়নি। নিম্নচাপ তৈরি হওয়ার পরেই সেই বিষয়টি স্পষ্ট হবে বলে জাꦅনিয়েছে হাওয়া অফিস।