বিটের জুস পান করলে বাড়বে সুস্থ বার্ধক্যের সম্ভাবনা, বলছে সমীক্ষা
1 মিনিটে পড়ুন Updated: 25 Apr 2021, 02:41 PM IST Priyanka Ram বিট, লেটুস, পালক এবং সেলেরি ইনঅর্গ্যানিক নাইট্রেট এবং বহু অন্যান্য ওরাল ব্যাক্টিরিয়ায় সমৃদ্ধ। এই ওরাল ব্যাক্টিরিয়া নাইট্রেটকে নাইট্রিক অক্সাইডে পরিণত করতে সাহায্য করে। যা রক্তনালী এবং নিউরোট্রান্সমিশন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।