আজ মহালয়া। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের শুরুয়াৎ হয়ে গেল আজ শনিবার থেকেই। কাকভোর থেকেই আজ ভিড় হয়েছিল গঙ্গার ঘাট ও কুমোরটুলিতে। তরুণ-তরুণী, ব্লগারদের ভিড়ে তিলধারণের জায়গা ছিল না সেখানে। কুমোর𝔍টুলিতেই তৈর🎃ি হয় বাঙালির প্রিয়তম উৎসবের প্রতিমা। অন্যদিকে গঙ্গার ঘাটে ছিল তর্পণের ভিড়। প্রসঙ্গত, মহালয়া দিনটির সঙ্গেই জড়িয়ে রয়েছে এক অনির্বায নাম। তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তার উদাত্ত আবেগী কণ্ঠের স্তোত্রপাঠ ও মায়াময় উপস্থাপনা দিয়ে শুরু হয় মহালয়া তিথি। সম্প্রতি সেই প্রবাদপ্রতিম ব্যক্তির অনুষ্ঠানকে স্মরণ করেই একটি বিশেষ উপস্থাপনা করল সৃজন চট্টোপাধ্যায় ও তাঁর গানের দল।
আরও পড়ুন: রামায়ণ থেকে মহাভারত, মহꦏালয়া তিথি বারবার ফিরে এসেছে নানা পুরাণে, কেন জানেন
আরও পড়ুন: শ্রীভ🥀ূমির ‘ডিজনিল্যা☂ন্ড’-এ চমকের পর চমক! অবিকল ফুটে উঠল আমেরিকার থিম পার্ক
মহালয়া উপলক্ষে এই বিশেষ উপস্থাপনার জন্য বেছে নেওয়া হল মহিষাসুরমর্দ্দিনী অনুষ্ঠানের একটি বিশেষ গান। সংস্কৃত শ্লোকে লেখা সেই গান হলজয় জয় জপ্য জয়ে জয় শব্দ পরস্তুতি তৎপর বিশ্বনুতে। মহিষাসুরমর্দ্দিনী 🌞অনুষ্ঠানে এই গানটি কোরাসে গাওয়া হয়েছিল। যা রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার অন🍌ুভূতি।
আরও পড়ুন: চণ্ডীপাঠে ‘মহানায়ক’ হতে পারেননি উত্তম কুমার! সেদিন কী ঘটেছিল আকাশবাণীর দꦛফতরে
আরও পড়ুন: লিখতে ভালোবাসতেন, তবে ঠাকুরঘরের ছায়া মাড়াতেন নꦆা! কেমন ছিলেন বীরেন্দ্রকৃ💃ষ্ণ ভদ্র