Durga Puja 2024: কলকাতার পুজোর পাশাপাশি যে অঞ্চলের পুজো না দেখলেই নয়, তা হল সল্টলেক। সল্টলেকের বিভিন্ন ব্লকের পুজো প্রতিবারই দর্শকদের কাছে আকর্ষণের কে෴ন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। চলতি বছরেও তাক লাগাচ্ছৈ সল্টলেক একে ব্লকের পুজো। সল্টলেক একে ব্লꦛকের এবারের থিম ‘বারিবিন্দু’। থিমের রূপায়ণে রয়েছে বিখ্যাত শিল্পী ভবতোষ সুতার। পুজোর থিমে একদিকে যেমন রয়েছে অভিনবত্বের ছোঁয়া, তেমনই আরেকদিকে রয়েছে পরিবেশ ভাবনার অসামান্য প্রতিফলন।
জলের শব্দে ফুটে উঠেছে পুজো
জলের শব্দ দিয়েই এবার পুজোর বিশেষ বৈশিষ্ট্য (Durga Puja 2024 Theme) ফুটিয়ে তুলেছে সল্টলেক একে ব্লকের পুজো। শিল্পী ভবতোষ সুতারের ভাবনায় জলের ফোঁটার শব্দ দিয়ে তৈরি করা হয়েছে ঢাকের শব্দ (Salt Lake AK Block Theme)। ঢাকের শব্দের সঙ্গে সাধারণত জলের শব্দের মিল কল্পনা করা যায় না। কিন্তু শিল্পী তথা সাউন্ড ইঞ্জিনিয়ার বিপ্লব রায়ের প্রচেষ্টায় ꦆসেই দুঃসাধ্যও সাধন হয়েছে।
কীভাবে সম্ভব হল ঢাকের আওয়াজ?
শিল্পী বিপ্লব রায় সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকারে জানান সলিনয়েড ভালভ ও বিশেষ প্রযুক্তির কথা। বিভিন্ন আকারের ও ধরনের পাত্র একটি চৌকো ক্ষেত্রের মধ্যে বসানো রয়েছে। তার নিচে জালের মতো বিছানো রয়েছে শব্দ ধরে রাখার প্রযুক্তি। এর পর উপর থেকে একটি বিশেষ পাইপলাইনের মাধ্যমে জলের ফোঁটা এনে ফেলা হচ্ছে। একেক পাত্রে জলের ফোটার পড়ার সময় এ♏কেকরকম। পার্থক্য রয়েছে আওয়াজেও। আর সেইসব শব্দগুলির কোলাজ করেই তৈরি ✅হচ্ছে ঢাকের শব্দ (Durga Puja)।
আরও পড়ুন - Santosh Mitra🍎 Sq♛uare Theme: লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে?
থিমের ভাবনার পিছনে…
শিল্পী ভবতোষ সুতার মানেই নতুন কিছু। এই বছরও তেমনটাই দেখা যাচ্ছে সল্টলেক একে ব্লকের পুজোতে। তবে জলের শব্দ দিয়ে এভাবে ঢাকের শদ ফুটিয়ে তোলা শুধুই একটি থিমের অঙ্গ নয়। বরং এর মাধ্যমে বিশেষ একটি বার্তাও দিতে চান শিল্পী। পরিবেশ ও প♛্রকৃতির প্রতি ভাবনা থেকেই এই বিশেষ থিম। দিন দিন বাড়ছে পরিবেশ দূষণ। আলো, হাওয়া ও জলের মতো জীবনের গুরুত্বপূর্ণ উপাদান ধীরে ধীরে বিষিয়ে যাচ্ছে। এই অবস্থায় জল সংরক্ষণের দাবিই জানাচ্ছে এই পুজো। জল সংরক্ষণের মাধ্যমে পরিবেশের অনেকটাই রক্ষা করা সম্ভব। এমনই বার্তা দিচ্ছে এবারের পুজো।