20 এপ্রিল বৃহস্পতিবার সৌদি আরবে শাওয়ালের চাঁদ দেখা গিয়েﷺছে। এর মানে ২১ এপ্রিল শুক্রবার খুশির ইদ পালিত হবে সে দেশে। কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন এবং কুয়েতও ঘোষণা কর🎐া হয়েছে যে চাঁদ দেখার পরে ২১ এপ্রিল শুক্রবার ইদ উল ফিতর উদযাপিত হবে। এর অর্থ, বৃহস্পতিবার ছিল ১৪৪৪ হিজরির রমজানের শেষ অর্থাৎ ২৯তম দিন।
জ্যোতির্বিজ্ঞানের ইমেজিংয়ের একটি কৌশল ব্যবহার করে শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে এই দেশে। সুদাইর এবং তুমাইর-সহ দেশের বেশ কিছু মানমন্দির থেকে দেখা গিয়েছে চাঁদ। তার পরেই সৌদি সুপ্রিম কোর্ট এই দৃশ্যের সত্যতা নিশ্চিত ক🐼রে শুক্রবারকে ইদ হিসাবে ঘোষণা করেছে।
আরও পড়ুন: ভারত, বাংলাদেশে কি শনিবার খুশির ইদ? সৌদিতে দেখা✨ গেল চাঁদ, ইউরোপে ঘোষণা হল ইদের দিন
শুক্রবার এই দেশে ইদ উল ফিতর উদযাপনের মধ্যে দিয়ে মাসব্যাপী চলা রোজার সমাপ্তি হবে। পাশাপাশি এই দিনটি উদযাপিত হবে আরও নানা ধরনের অনুষ্ঠানের মꦇধ্যে দিয়ে।
শাওয়াল হল ইসলামিক ক্য💟ালꦰেন্ডারের দশম মাস। শুক্রবার থেকে শুরু হচ্ছে এই মাস।
এবার অপেক্ষা ভারত, 🌃বাংলাদেশ, পাকিস্তানের মতো এশিয়ার দেশগুলিতে কবে পালিত হবে ইদ, সেই ঘোষণার।
আরও পড়ুন: কবে হচ্ছে ইদ,🦂 সৌদিতে কি দেখা গেল চাঁদ? উত্তরের অপেক্ষায় গোটা দুনিয়া