অক্ষয় তৃতীয়ায় কলকাতার বাজারে সোনা এবং রুপোর দাম নিম্নমুখী থাকল। সোমবার বাজার বন্ধের সময় দুই মূল্যবান ধাতুর দামই একধাক্কায় অনেকটা কমে যাওয়ায় অক্ষয়𒅌 তৃ💎তীয়ায় তুলনামূলকভাবে সস্তায় সোনা এবং রুপো কিনতে পারবেন মানুষ।
অক্ষয় তৃতীয়ায় (মঙ্গলবার, ৩ মে) কলকাতার খুচরো বাজারে সোনা এবং রুপোর দাম কত পড়ছে (জিএসটি ছাড়া)?
• ২৪ ক্🔜যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫২,০৫০ টাকা (আগে ছিল ৫২,৫৫০ টাকা)।
• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ ꦑগ্রাম) – ৪৯,৪০০ টাকা (আগে ছিল ৪৯,৮৫০ টাকা)।
• ২২ ক🍃্যারাট, হলমার্ক সোনꦯার গয়না (১০ গ্রাম)- ৫০,১৫০ টাকা (আগে ছিল ৫০,১৫০ টাকা)।
• এক কিলোগ্রাম রুপোর বাট👍 - ৬৩,৩০০ টাকা (আগে 💃ছিল ৬৪,১০০ টাকা)।
• এক কিলোগ্রাম খুচরো♔ রুপো - ৬৩,৪০০ টাকা (আগে ছিল ৬৪,২০০ টাকা)।
(ভারত এবং কলꦛকাতায় সোনা ও রুপোর দাম কত থাকছে? রোজ দেখুন এখানে)
অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ সময় (Gold and Silver Price on Akshaya Tritiya 2022)
আজ (🤪৩ মে) অক্ষয় তৃতীয়ায় সকাল ৯ টা ৪৮ মিনিট থেকে সোনা কেনার শুভ সময় শুরু হচ্ছে। যা চলবে ৪ মে সকাল ৬ টা ১৪ মিনিট পর্যন্ত।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী অক্ষয় তৃতীয়ার নির্ঘণ্ট (Akshaya Tritiya 2022 Timings)
১) তৃতীয়া তিথি শুরু: ১৯ বৈশাখ/৩ মে (মঙ্গলবার)।
২) তৃতীয়া তিথি শুরুর সময়: ভোর ৫ টা ২০ মিনিট।
৩) তৃতীয়া তিথি শেষ: ২০ বৈশাখ/৪ মে (বুধবার)।
৪) তৃতীয়া তিথি শেষের সময়: সকাল ৭ টা ৩৩ মিনিট।
গুপ্ত প্রেস পঞ্জিকা মতে অক্ষয় তৃতীয়ার নির্ঘণ্ট (Akshaya Tritiya 2022 Time)
১) তৃতীয়া তিথি শুরু: ১৮ বৈশাখ/২ মে (সোমবার)।
২) তৃতীয়া𝓀 তিথি শুরুর সময়: রাত ৩ টে ১৬ মিনিট ৭ সেকেন্ড।
৩) তৃতীয়া তিথি শেষ: ২০ বৈশাখ/৪ মে (বুধবার)।
৪) তৃতীয়া তিথি✃ শেষের সময়: ভোর ৫টা ২৫ মিনিট ৮ সেকেন্ড।
৫) মঙ্গলবার অক্ষয় তৃতীয়া ব্রত, তৃতীয়া অহোরাত্র।
বেণীমাধব শীল পঞ্জিকা অনুযায়ী অক্ষয় তৃতীয়ার শুভ সময় (Akshaya Tritiya 2022 Auspicious Timings)?
বেণীমা✃ধব শীলের বাংলা পঞ্জিকা অনুযায়ী, ১৯ বৈশাখ অক্ষয় তৃতীয়া পড়েছে। দেখে নিন, অক্ষয় তৃতীয়ার শুভ 🃏সময় -
১) সকাল ৮ টা ২২ মিনিট থেকে সকাল ১০ টা ১৪ মিনিট।
২) বেলা ১২ টা ৫১ মিনিট থেকে দুপুর ১ টা ১০ মিনিট।
৩) দুপুর ৩ টে ২৯ মিনিট থেকে বিকেল ৫ টা ১৩ মিনিট।
৪) রাত ৯ টা থেকে রাত ১১ টা ১১ মিনিট।